লাইফ বীমায় নতুন ব্যবসা বেড়েছে প্রায় ১৯ শতাংশ: শীর্ষে ফারইষ্ট

নিজস্ব প্রতিবেদক: বিদায় বছরে দেশের সরকারি-বেসরকারি ৩২টি লাইফ বীমা কোম্পানির নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে প্রায় ১৯ শতাংশ। যা আগের বছর ছিল মাত্র ৪ শতাংশ। সবচেয়ে বেশি নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে বিদেশি বীমা কোম্পানি মেটলাইফ আলিকো। কোম্পানিটি নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে ৪৫৯ কোটি টাকা।

অন্যদিকে দেশের বেসরকারি বীমা কোম্পানিগুলোর মধ্যে এবারও ৩২৫ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করে শীর্ষ অবস্থানে রয়েছে ফারইষ্ট ইসলামী লাইফ। এছাড়া ৪৫ কোটি টাকা ১ম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করে নতুন অনুমোদন পাওয়া ১৪টি কোম্পানির মধ্যে শীর্ষে রয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। দেশের একমাত্র সরকারি জীবন বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন ১১০ কোটি টাকা নতুন প্রিমিয়াম সংগ্রহ করে অষ্টম স্থানে রয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে দাখিল করা কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন এবং ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত লাইফ বীমা কোম্পানির প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।

প্রতিবেদন অনুসারে ২০১৬ সালে দেশের সরকারি-বেসরকারি ৩২টি বীমা কোম্পানি নতুন পলিসি বিক্রি থেকে প্রিমিয়াম সংগ্রহ করেছে ২ হাজার ৩৯৯ কোটি টাকা। আগের বছরে এর পরিমাণ ছিল ২ হাজার ২৯ কোটি টাকা। সে হিসাবে আগের বছরের তুলনায় ৩৭০ কোটি টাকা বেশি প্রিমিয়াম সংগ্রহ হয়েছে। অর্থাৎ ১৮ দশমিক ২৩ শতাংশ প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে।

একই সময়ে কোম্পানিগুলোর নবায়ন প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৩ কোটি টাকা। যা আগের বছর ছিল ৫ হাজার ১৫০ কোটি টাকা। অর্থাৎ নবায়ন প্র্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১২৩ কোটি টাকা, যা ২.৩৮ শতাংশ।

২০১৬ সালে সর্বমোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ৭ হাজার ৬৭২ কোটি টাকা। আগের বছরে এর পরিমাণ ছিল ৭ হাজার ১৭৯ কোটি টাকা। সার্বিক প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ বেড়েছে ৪৯৩ কোটি টাকা। অর্থাৎ ৬.৮৬ শতাংশ।

ফারইষ্ট ইসলামী লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৩২৫ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৬০০ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৯২৫ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ২৫৬ কোটি ২০ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৫৯৩ কোটি ৩৬ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৮৪৯ কোটি ৫৬ লাখ টাকা।

পপুলার লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ২৫০ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৩৫০ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৬০০ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১৭০ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৫০০ কোটি ৭০ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৬৭০ কোটি ৮২ লাখ টাকা।

ন্যাশনাল লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ২০২ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৬১৫ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৮১৭ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ২০৭ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৫৭৫ কোটি ২৬ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৭৮১ কোটি ৮১ লাখ টাকা।

ডেল্টা লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১৬৪ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৪২১ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৫৮৫ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১৪৪ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৪১০ কোটি ৭৭ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৫৫৪ কোটি ৬০ লাখ টাকা।

প্রগতি লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১৪০ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৮০ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ২২০ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১২২ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৭৭ কোটি ৭ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ১৯৮ কোটি ৯৮ লাখ টাকা।

প্রাইম ইসলামী লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১১২ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ২০০ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৩১২ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৯২ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১৬৮ কোটি ৭০ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ২৬০ কোটি ৭০ লাখ টাকা।

মেঘনা লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১০৯ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৩১৫ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৪২৪ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১১৯ কোটি ১০ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৩২৩ কোটি ৫৬ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৪৪২ কোটি ৬৬ লাখ টাকা।

রূপালী লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৮৫ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ২০২ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ২৮৭ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৮০ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১১০ কোটি ১২ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ১৯০ কোটি ৩৯ লাখ টাকা।

সন্ধানী লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৬১ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১২০ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ১৮১ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৬৮ কোটি ৮ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১৪৬ কোটি ৬ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ২১৪ কোটি ১৪ লাখ টাকা।

সানলাইফ লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৬০ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৬৫ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ১২৫ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৬৯ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৯২ কোটি ৭০ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ১৬১ কোটি ৯০ লাখ টাকা।

পদ্মা ইসলামী লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৫৩ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৮০ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ১৩৩ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৫২ কোটি ৫০ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৮৯ কোটি ৪ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ১৪১ কোটি ৫৪ লাখ টাকা।

সানফ্লাওয়ার লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৪৮ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৬৬ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ১১৪ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৩২ কোটি ৭৩ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৬২ কোটি টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৯৪ কোটি ৭৩ লাখ টাকা।

গার্ডিয়ান লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৪৫ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৪৬ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৯ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৩ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৯ কোটি ৬৫ লাখ টাকা।

হোমল্যান্ড লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৩৯ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৭৮ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ১১৭ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৩৪ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১০৫ কোটি ১৩ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ১৩৮ কোটি ৬৫ লাখ টাকা।

প্রগ্রেসিভ লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ২০ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৫৩ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৭৩ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ২৪ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৬৪ কোটি ১২ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৮৮ কোটি ৫ লাখ টাকা।

ট্রাস্ট লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১৭ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৩ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ২০ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১৫ কোটি ১৮ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১ কোটি ২৫ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ১৬ কোটি ৪৩ লাখ টাকা।

সোনালী লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১৫ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৪ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ১৯ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ২১ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১ কোটি ৬৬ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ২৩ কোটি ৫ লাখ টাকা।

জেনিথ ইসলামী লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১৪ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ২ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ১৬ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১৮ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ২ কোটি ১০ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ১৯ কোটি ৬০ লাখ টাকা।

গোল্ডেন লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১৩ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ২০ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৩৩ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১৫ কোটি ৫৮ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৩৮ কোটি ৬৪ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৫৪ কোটি ২২ লাখ টাকা।

বায়রা লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৯ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৯ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ১৮ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৮ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১৪ কোটি ২ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ২১ কোটি ৫৩ লাখ টাকা।

বেস্ট লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৮ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৪ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ১২ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৭ কোটি ৫১ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ২ কোটি ৫০ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ১০ কোটি ১ লাখ টাকা।

যমুনা লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৮ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ২ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ১০ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৭ কোটি ৪৫ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১ কোটি ৬ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৮ কোটি ৫১ লাখ টাকা।

প্রোটেক্টিভ লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৬ কোটি ৬০ লাখ টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৭০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৭ কোটি ৩০ লাখ টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ২ কোটি ৭০ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১৯ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ২ কোটি ৮৯ লাখ টাকা।

মার্কেন্টাইল লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৬ কোটি ৫০ লাখ টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১ কোটি ৫০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৮ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৭ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৫৫ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৭ কোটি ১০ লাখ টাকা।

আলফা লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৫ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৬ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৩ কোটি ৩৩ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৭ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৩ কোটি ৪০ লাখ টাকা।

চার্টার্ড লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৫ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ২ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৭ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৩ কোটি ৬০ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৮১ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৪ কোটি ৪৪ লাখ টাকা।

ডায়মন্ট লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৫ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৬ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৮ কোটি ৬৬ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৭৩ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৯ কোটি ৩৯ লাখ টাকা।

এনআরবি গ্লোবাল লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৩ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৪ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৪ কোটি ৮৮ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৬২ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৫ কোটি ৫০ লাখ টাকা।

স্বদেশ লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১ কোটি ৬১ লাখ টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ২৬ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৩ কোটি ৪৮ লাখ টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১ কোটি ১৬ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৩ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ১ কোটি ১৯ লাখ টাকা।

এছাড়া বাংলাদেশ-ভারত যৌথ মালিকানার কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব বাংলাদেশ প্রথমবারের মতো ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে ১৪ লাখ টাকা।

যুক্তরাষ্ট্র ভিত্তিক মেটলাইফ আলিকো’র বাংলাদেশ শাখা ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৪৫৯ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১ হাজার ৬৯১ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ২ হাজার ১৫০ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৩৫৮ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১ হাজার ৪৫৯ কোটি টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ১ হাজার ৮১৭ কোটি টাকা।

রাষ্ট্রীয় মালিকানাধীন লাইফ বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন (জেবিসি) ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১১০ কোটি টাকা। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ২৮৫ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৩৯৫ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৬৮ কোটি ৩০ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ৩০৮ কোটি ৩১ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৩৭৬ কোটি ৬১ লাখ টাকা।