সৌদিতে স্বজনদের কাছে যেতে স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক : কার্যকর ২১ জানুয়ারি থেকে

সৌদি আরবে বসবাসকারী বিদেশিদের স্বজনরা দেশটিতে আসতে চাইলে অবশ্যই স্বাস্থ্য বীমা পলিসি থাকতে হবে। এ বাধ্যবাধকতা কার্যকর হচ্ছে ২১ জানুয়ারি থেকে। এরপর থেকে স্বাস্থ্যবীমার পলিসি ছাড়া কোন ‘রেসিডেন্স পারমিট’ইস্যু করা হবে না। এ নির্দেশনা জারি করেছে দেশটির পাসপোর্ট দপ্তর। এক বিবৃতিতে পাসপোর্ট দপ্তর বলেছে, কাউন্সিল অফ কো-অপারেটিভ হেলথ ইন্স্যুরেন্স (সিসিএইচআই) এর আর্টিক্যল -৩ অনুসারে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে যা ১ রাবি আল সানি থেকে বলবৎ হবে। দেশটিতে বসবাসকারী বিদেশিদের রেসিডেন্স পারমিট পেতে বিলম্ব এড়াতে দ্রুত স্বাস্থ্যবীমা পলিসি কিনে নিতে বলা হয়েছে। সৌদিতে বসবাসকারী বিদেশির স্বজন সফরে এসে যতদিন দেশটিতে অবস্থান করবেন তার পুরু সময় ওই বীমা পলিসির আওতায় থাকতে হবে। এ পলিসি নিতে হবে স্বীকৃত স্বাস্থ্যবীমাকারী কোম্পানি থেকে । সফর, যাত্রাবিরতি বা বিদেশ সফরের অংশ হিসেবে অন্যদেশ থেকে সৌদিতে ঢুকতে চাইলে দেশটিতে অবস্থানকালের জন্য বৈধ স্বাস্থ্যবীমার সনদ দাখিল করতে হবে। তবে হজ্জ, ওমরাহ, কুটনৈতিক ও বিশেষ পাসপোর্টধারী, রাষ্ট্রীয় অতিথি এবং চিকিৎসার জন্য আসতে ভিসা প্রার্থীদের জন্য স্বাস্থ্যবীমা প্রয়োজন হবে না। পাসপোর্ট দপ্তরের তথ্য প্রযুক্তির পরিচালক কর্নেল খালেদ আল- সিখান বলেন, সৌদিতে বসবাসকারী বিদেশিদের স্বজনদের বীমার কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিজিটাইজড করা হবে। মন্ত্রণালয়ের ডিজিটাল সিস্টেম সংযুক্ত থাকবে সিসিএইআই’র সঙ্গে। দেশটি সব পাসপোর্ট অফিস এ সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে। যাতে ভিসা প্রার্থীর বীমা বিষয়ে নিশ্চিত হতে পারে পাসপোর্ট অফিস। তারিখ-৮ জানুয়ারি-২০১৫