ইন্টারন্যাশনাল ডেস্ক: রাষ্ট্রীয় মালিকানাধীন ৫টি নন-লাইফ বীমা কোম্পানিকে পুঁজিবাজারে আসার অনুমোদন দিয়েছে ভারতের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। কোম্পানিগুলোতে এখন সরকারের মালিকানা ১০০ ভাগ থেকে ৭৫ ভাগের মধ্যে নামিয়ে আনা হবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী অরুণ জেটলি এ তথ্য জানিয়েছেন।
পুঁজিবাজারে আসার অনুমতিপ্রাপ্ত কোম্পানিগুলো হলো ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স ও জাতীয় পুনর্বীমা কোম্পানি জেনারেল ইন্স্যুরেন্স করপোরেশন অব ইন্ডিয়া বা জিআইসি রি।
গত বছরের বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলি সরকারি বীমা কোম্পানি পুঁজিবাজারে আনার যে ঘোষণা দিয়েছিলেন তা বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কমিটি। পুঁজিবাজারে তালিকাভুক্তি কোম্পানিগুলোকে বাজার থেকে সম্পদ বাড়াতে সাহায্য করবে এবং সরকারের ক্ষমতা কমানোর লক্ষ্যমাত্রাও পূর্ণ করবে।
অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই) এবং ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই)’র নিয়মানুসারে কোম্পানিগুলোতে সরকারের মালিকানা ১০০ ভাগ থেকে ৭৫ ভাগের মধ্যে নামিয়ে আনা হবে।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরো বলেন, নতুন শেয়ার ইস্যু অথবা বিক্রির প্রস্তাব বা উভয়ের সংমিশ্রণে সরকারের মালিকানা কমিয়ে আনা হবে। খুব শিগগিরই বীমা কোম্পানিগুলো এবং আর্থিক সেবা বিভাগ এই প্রক্রিয়া শুরু করবে বলেও জানান জেটলি।
ভারতের নন-লাইফ বীমা মার্কেটের অর্ধেকের বেশি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স ও ইউনাইটেডের দখলে। ২০১৫-১৬’তে এই চার কোম্পানি মুনাফায় ছিল। তবে ২০১৬-১৭’র প্রথমার্ধে দু’টি কোম্পানি লোকসান করেছে।
কোম্পানিগুলোর প্রতিবেদন অনুসারে, ২০১৬-১৭’র প্রথমার্ধে সেপ্টেম্বর পর্যন্ত ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স ৩৮২ কোটি রুপি লোকসান করেছে এবং ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স করেছে ৪২৮ কোটি রুপি। অন্যদিকে ন্যাশনাল ইন্স্যুরেন্স ১২৮ কোটি রুপি এবং নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স ৪৭৮ কোটি রুপি মুনাফা করেছে।