আস্থা বাড়াতে গণমাধ্যম ও বীমাখাতকে একসঙ্গে কাজ করা উচিত

মুম্বাই থেকে মাহমুদুন নবী: বীমাখাতের ওপর জনগণের আস্থা ও এ বিষয়ে সচেতনতা বাড়াতে গণমাধ্যম ও এই শিল্পকে একসঙ্গে কাজ করা উচিত। মুম্বাইয়ে চলমান তিন দিনব্যাপী ১০ম ভারতীয় সম্মেলনের ইনভিগরেটিং অধিবেশনে সাংবাদিক ও বীমা মূখ্য নির্বাহীরা এ মন্তব্য করেন। সংবাদের ধারণা বীমার সাথে সম্পর্কিত করে পুনরায় নির্ধারণ করার বিষয়েও তারা একমত পোষণ করেন।

আলোচকরা আরো বলেন, বীমাখাতের বিষয়ে গ্রাহকদের আরো বেশি সচেতন ও শিক্ষিত করে তুলতে গণমাধ্যমকে কাজ করা উচিত।পাশাপাশি বীমা শিল্পকে গ্রাহকদের আরো নিকটবর্তী হতে হবে। এতে করে আস্থার ঘাটতি দূর হয়ে সেতুবন্ধন সৃষ্টি হবে এবং বীমাশিল্প আরো গ্রহণযোগ্য হয়ে উঠবে।

জিআইসি রি ও এশিয়া ইন্স্যুরেন্স রিভিউ যৌথভাবে এই সম্মেলন আয়োজন করেছে।গতকাল শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে আগামীকাল শুক্রবার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে “ফাইন্ডিং দি আইডিয়াল রিইন্স্যুরেন্স পার্টনার”। ইনভিগরেটিং সেশনের সঞ্চালনায় ছিলেন এশিয়া ইন্স্যুরেন্স রিভিউ ও মিডিল ইস্ট ইন্স্যুরেন্স রিভিউ’র এডিটর-ইন-চিফ সিভাম সুব্রামানিয়াম।

অংশগ্রহণকারীদের মধ্যে বীমা কোম্পানিগুলোর মূখ্য নির্বাহীদের পক্ষে ছিলেন জিআইসি রি’র সিইও এলিস জি, বাজাজ আলিয়াঞ্জ’র তপন সিংহেল, আইসিআইসিআই লোম্বার্ড জিআইসি’র ভারগাব দাশগুপ্ত এবং অ্যাপোলো মিউনিখ’র অ্যান্টনি ইয়াকুব।

সাংবাদিকদের মধ্যে ছিলেন, এনসিএইআর’র সিনিয়র কনসালটেন্টি ও ইকোনমিক টাইমস’র কনসাল্টিং এডিটর মাইথিলি ভাসনারম্যাথ, পিডব্লিউসি ইন্ডিয়া’র লিডার ফর ইন্স্যুরেন্স প্র্যাকটিস জয়দেব রায়, টাইমস অব ইন্ডিয়া’র মেইউর শেঠি, হিন্দু বিজনেসলাইন’র এন এস ভাগিশ এবং মানিকন্ট্রোল.কম’র এম সারাসাথি।