ইন্টারন্যাশনাল ডেস্ক: যুদ্ধক্ষেত্রে কর্মরত সাংবাদিকদের জন্য বীমা প্রকল্প চালু করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) । যুক্তরাজ্য ভিত্তিক একটি বীমা কোম্পানির মাধ্যমে ‘ইন্স্যুরেন্স ফর জার্নালিস্ট’ নামে এই অনলাইন বীমা সুবিধা দেয়া হচ্ছে। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই বীমা পলিসিতে সপ্তাহে মাত্র ১২ মার্কিন ডলারের বিপরীতে ১ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়া হয়। দুর্ঘটনায় মৃত্যু, শারীরিক অক্ষমতা, অসুস্থতা, চিকিৎসার জন্য স্থানান্তর খরচ ও প্রয়োজনে নিজ দেশে প্রত্যাবর্তন এই বীমার আওতায় থাকবে। ঘোষিত বা অঘোষিত যুদ্ধ, বিদ্রোহ, গৃহযুদ্ধ এবং সন্ত্রাস সবই এই বীমা কভারেজের অন্তর্ভূক্ত।
বিশ্বের ১৪০টি দেশের ৬ লাখের বেশি সংবাদকর্মীর প্রতিনিধিত্বকারি সংগঠন আইএফজে বলছে, যুদ্ধক্ষেত্রে কর্মরত সাংবাদিকদের জন্য বীমা কভারেজ পাওয়া কঠিন এবং খুবই ব্যয়সাধ্য। তবে আইএফজে’র এই বীমা সুবিধা সংবাদকর্মীদের গুরুত্বপূর্ণ এই ঘাটতি পূরণ করবে।
সংগঠনটির জেনারেল সেক্রেটারি এন্থনি ব্যালেঞ্জার বলেন, নিরাপদ সংবাদ সংগ্রহের জন্য সতর্ক পরিকল্পনা গুরুত্বপূর্ণ। কোন গণমাধ্যমকর্মীকে যথোচিত এবং বিশ্বব্যাপী সব ঝুঁকি কভারেজ বীমা থেকে বাদ দেয়া উচিত নয় বলেও জানান এন্থনি ব্যালেঞ্জার।
সাংবাদিক ও গণমাধ্যমর্কীদের মৃত্যুর ওপর প্রকাশিত আইএফজে’র ২৫তম প্রতিবেদনে দেখা গেছে, ২০১৫ সাল পর্যন্ত বিগত ২৫ বছরে কমপক্ষে ২ হাজার ২৯৭ জন গণমাধ্যম পেশাদার নিহত হয়েছেন। এছাড়া ২০১৬ সালে ৯৩ জন গণমাধ্যমকর্মী হত্যার শিকার হয়েছেন এবং দু’টি বিমান দুর্ঘটনায় আরো ২৯ জন নিহত হয়েছেন।
ইন্স্যুরেন্স ফর জার্নালিস্ট ডটকম’র তথ্য মতে, যুক্তরাজ্য ভিত্তিক আইল অফ ম্যান অ্যাস্যুরেন্স লিমিটেড (আইওএমএ) আইএফজে’র বীমা অংশিদার। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সাংবাদিকদের জন্য পেশাদার লাইফ ইন্স্যুরেন্স সেবা প্রদান করছে। আফগানিস্তান, ইরাক ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ বিশ্বের যেকোন স্থানেই তারা বীমা সুবিধা দিচ্ছে।
ঝুঁকির মাত্রা ও সময়কাল অনুসারে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে। কম ঝুঁকি অঞ্চলের জন্য সপ্তাতে ১২ ডলার, দু’সপ্তাহে ২৪ ডলার, তিন সপ্তাহে ৩৬ ডলার ও ৪ সপ্তাহে ৪৮ ডলার প্রিমিয়াম দিতে হয়। আর মধ্যম ঝুঁকি অঞ্চলের জন্য সপ্তাতে ২৪ ডলার, দু’সপ্তাহে ৪৮ ডলার, তিন সপ্তাহে ৭২ ডলার ও ৪ সপ্তাহে ৯২ ডলার প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে।
এছাড়া উচ্চ ঝুঁকি অঞ্চলের জন্য সপ্তাতে ২৮ ডলার, দু’সপ্তাহে ৫৬ ডলার, তিন সপ্তাহে ৮৪ ডলার ও ৪ সপ্তাহে ১১২ ডলার প্রিমিয়াম। প্রবল ঝুঁকি অঞ্চলের জন্য সপ্তাতে ৩৬ ডলার, দু’সপ্তাহে ৭২ ডলার, তিন সপ্তাহে ১০৮ ডলার ও ৪ সপ্তাহে ১৪৪ ডলার প্রিমিয়াম। আর চরম ঝুঁকি অঞ্চলের জন্য সপ্তাতে ৫২ ডলার, দু’সপ্তাহে ১০৪ ডলার, তিন সপ্তাহে ১৫৬ ডলার ও ৪ সপ্তাহে ২০৮ ডলার প্রিমিয়াম নির্ধারিত।