নির্মাণ শ্রমিকদের বীমা না দিলে কোম্পানিকে কার্যাদেশ দেবে না চীন

চীনে নির্মাণ কোম্পানিগুলোকে অবশ্যই শ্রমিকদের জখম ঝুঁকি ও স্বাস্থ্য বীমা কিনে দিতে হবে। সকল শ্রমিককে বীমা দিতে ব্যর্থ হলে কোন নির্মাণ কোম্পানিকে কার্যাদেশ দেয়া হবে না। দেশটিতে সাম্প্রতিক বছর কয়েক ধরে কর্মরত অবস্থায় হাজার হাজার নির্মাণ শ্রমিক মারা গেছে। এদের অধিকাংশই অভিবাসি শ্রমিক।এ অবস্থার প্রেক্ষিতে দেশটির মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়, রাষ্ট্রীয় কর্মনিরাপত্তা প্রশাসন এবং নিখিল চীন ট্রেড ইউনিয়ন ফেডারেশন নির্মাণ শ্রমিকদের জন্য বাধ্যতামূলক বীমার সিদ্ধান্ত নেয়, খবর শিনহুয়া। মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক ভাইস মিনিস্টার হু জিয়াওজি বলেন, চীনের নির্মাণ খাতে প্রায় ৪৫ মিলিয়ন শ্রমিক কাজ করে। এর মধ্যে অভিবাসি শ্রমিক প্রায় ৩৬ মিলিয়ন।এসব অভিবাসি শ্রমিকের মানবাধিকার লঙ্ঘিত হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। অভিবাসি শ্রমিক অধিকার গ্রুপের সংগঠক লি দাজুন শত শত নির্মাণ প্রকল্প সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ৯০% এর মতো নির্মাণ শ্রমিকের ক্ষতিপূরণ বিষয়ে কোন চুক্তি বা বীমা নেই। লি হঙকুই নামক এক শ্রমিকের উদাহরণ দিয়ে দাজুন বলেন, ২০১২ সালের সেপ্টেম্বরে বেইজিংএর এক নির্মাণ প্রকল্পে কাজ করার সময়  উপরন থেকে পড়া বস্তুর আঘাতে জখম হন এ শ্রমিক। এক মাসের মতো হাসপাতালে থাকতে হয় তাকে।এরপরও সে ঠিকমতো কাজ করতে পারছে না।যেহেতু তার কোন শ্রম চুক্তি ছিল না তাই সে কোন ক্ষতিপূরণ দাবি করতে পারছে না। পিকিং বিশ্ববিদ্যালয়ের লু হুইলিন বলেন, অন্য এক সমস্যাও বড় হয়ে দেখা দিয়েছে।তা হচ্ছে সাব-কন্ট্রাটিং।এসব অভিবাসি শ্রমিকদের এজেন্টের হাতে দিয়ে দেয়া হয় যারা আসলে যোগ্য নয়।এটা একটা বেআইনি কর্মকাণ্ড।এটা নিয়ন্ত্রণ করা জরুরি। তারিখ-৬ জানুয়ারি ২০১৪