ইন্টারন্যাশনাল ডেস্ক: বাধ্যতামূলক মোটর লায়াবিলিটি বীমার প্রিমিয়াম হার কমাতে যাচ্ছে জাপান। বিগত ৯ বছরের মধ্যে এবারই প্রথম এ ধরণের পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার।বৃহস্পতিবার অনুষ্ঠিত প্যানেল মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে কি পরিমাণ প্রিমিয়াম হার কমানো হবে সে বিষয়টি আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় কমপালসরি অটোমোবাইল লায়াবিলিটি ইন্স্যুরেন্স কাউন্সিল (সিএএলআইসি)’র বৈঠকে চূড়ান্ত করা হবে। প্রত্যাশা করা হচ্ছে গড়ে প্রায় ৭ শতাংশ প্রিমিয়াম কমানো হতে পারে।
এরআগে ফিনান্সিয়াল সার্ভিস এজেন্সি’র কমিশনারকে বাধ্যতামূলক মোটর বীমার প্রিমিয়াম হার কমানোর বিষয়ে পরামর্শ দেয় সিএএলআইসি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আগামী এপ্রিল থেকে নতুন এই প্রিমিয়াম হার কার্যকর করা হবে বলে জানিয়েছে জাপানের জিজি প্রেস।
বর্তমানে জাপানে ব্যক্তিগত যাত্রীবাহী গাড়ির দু’বছরের বীমার জন্য প্রিমিয়াম দিতে হয় ২৭ হাজার ৮৪০ ইয়েন। আর ছোট ধরণের গাড়ির ক্ষেত্রে দু’বছরের বীমার প্রিমিয়ামের পরিমাণ ২৬ হাজার ৩৭০ ইয়েন।
গাড়িতে ব্যাপকভাবে সয়ংক্রিয় ব্রেকিং পদ্ধতি ব্যবহার করার সুবাদে জাপানে গাড়ি দুর্ঘটনার হারও কমে গেছে। এই কারণে বাধ্যতামূলক মোটর বীমার প্রিমিয়াম হার কমিয়ে আনার সিদ্ধান্ত উপযুক্ত বলে মনে করছে জাপান সরকার।