নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের বেশির ভাগ দিন দেশের পুঁজিবাজারে মূল্য সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা বিরাজ করছে। এরই ধরাবাহিকতায় আজ মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সাড়ে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এ দিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৯৬ কোটি ৯৪ লাখ টাকা। যা ২০১১ সালের ২৮ জুলাইয়ের পর সর্বোচ্চ। গতকাল ডিএসইতে লেনদেন বাড়ার পাশাপাশি সূচকেও বড় ধরণের উত্থান হয়েছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করে। যা ২০১৪ সালের ১৬ অক্টোবরের পর সর্বোচ্চ। এর প্রভাব বীমা খাতের কোম্পানিগুলোতে দেখা যায়। আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশির ভাগ বীমা কোম্পানির শেয়ার দর বেড়েছে কমেছে। আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসই বাজার বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে আজ সব কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দিনের লেনদেন শেষে দেখা যায়, ৪৭টি কোম্পানির মধ্যে ৪১টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আজ শেয়ার দর কমেছে মাত্র ৩টি কোম্পানির। আর তালিকাভুক্ত বাকি ৩টি কোম্পানির শেয়ার দর লেনদেনে কোনো পরিবর্তন হয়নি।
এদিকে সার্বিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ২১৮টির দাম বেড়েছে। অপরদিকে ৭৫টির দাম কমেছে এবং ৩৩টির দাম অপরিবর্তীত রয়েছে। টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানির ৬৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। ৪২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে অ্যাপোল ইস্পাত। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৩ পয়েন্টে। এ দিন সিএসইতে ১০৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
আজ মঙ্গলবার ৪১টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। সেগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিজিআইসি ইন্স্যুরেন্স, বিএনআইসিএল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স, মাকেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।
যে ৩টি কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলো হলো- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও সন্ধানী ইন্স্যুরেন্স।
আজ মাত্র ৩টি কোম্পানির শেয়ার দরে কোনো পরিবর্তন হয়নি। সেগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্স।