২৭ বীমার দর বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: বছরের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন পতনের পর দ্বিতীয় দিনে আবারো উত্থানে উঠেছে পুঁজিবাজার। এর প্রভাব বীমা খাতের কোম্পানিগুলোতে দেখা যায়। আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশির ভাগ বীমা কোম্পানির শেয়ার দর বেড়েছে কমেছে। আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিএসই বাজার বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে আজ একটি বাদে বাকি সব কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দিনের লেনদেন শেষে দেখা যায়, ৪৭টি কোম্পানির মধ্যে ২৭টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আজ শেয়ার দর কমেছে মাত্র ১৬টি কোম্পানির। আর তালিকাভুক্ত বাকি ৩টি কোম্পানির শেয়ার দর লেনদেনে কোনো পরিবর্তন হয়নি। আর আজ রিলায়েন্স ইন্স্যুরেন্স শেয়ার লেনদেনে অংশ নেয়নি।

এদিকে সার্বিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৬ টি কোম্পানির ৩৩ কোটি ৩৯ লক্ষ ৯৪ হাজার ৮১২ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১২৪৬ কোটি ৭৯ লাখ ১২ হাজার ১৭১ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৫.৯১ পয়েন্ট বেড়ে ৫২১৪.৬০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৮.৫৬ পয়েন্ট বেড়ে ১৮৭৯.১২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১১.৬১ পয়েন্ট বেড়ে ১২৩০.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৯ টির, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টি কোম্পানির শেয়ার।

আজ সোমবার ২৭টি কোম্পানির শেয়ার দর কমেছে। সেগুলো হলো- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মাকেন্টাইল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্স।

যে ১৬টি কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, বিজিআইসি ইন্স্যুরেন্স, বিএনআইসিএল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

আজ মাত্র ৩টি কোম্পানির শেয়ার দরে কোনো পরিবর্তন হয়নি। সেগুলো হলো- এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্স।