লাইফ বীমায় নতুন গ্রাহক বেড়েছে ১৯.৪৮%

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি-বেসরকারি লাইফ বীমা কোম্পানিগুলোতে ২০১৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নতুন গ্রাহক বেড়েছে ১১ লাখ ৫৬ হাজার ৭২৬ জন।। এর আগের বছরে এই সংখ্যা ছিল ৯ লাখ ৩১ হাজার ৪৩১ জন। সে হিসাবে ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ২ লাখ ২৫ হাজার ২৯৫ জন বেশি নতুন গ্রাহক বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ১৯.৪৮ শতাংশ বেশি নতুন গ্রাহক বীমার আওতায় এসেছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) -এ দাখিলকৃত তথ্য পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে। তবে ৩১টি লাইফ বীমা প্রতিষ্ঠানের মধ্যে ৮টি বেসরকারি কোম্পানির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ২০১৬ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট নতুন গ্রাহক বেড়েছে ১১ লাখ ৫৬ হাজার ৭২৬ জন। এ বছর সবচেয়ে বেশি নতুন গ্রাহক বেড়েছে জানুয়ারি মাসে, ২ লাখ ১১ হাজার ৫৩৭ জন । আর সর্বনিম্ন নতুন গ্রাহক বেড়েছে সেপ্টেম্বরে, ৭৮ হাজার ৫০০ জন।সেপ্টেম্বর শেষে লাইফ বীমায় গ্রাহক সংখ্যা দাঁড়ায় ১ কোটি ৩২ লাখ ২৫ হাজার ৭১৬ জন।

অন্যদিকে ২০১৫ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে লাইফ বীমাখাতে নতুন গ্রাহক বেড়েছে ৯ লাখ ৩১ হাজার ৪৩১ জন। এই সময়ে সবচেয়ে বেশি নতুন গ্রাহক বেড়েছে আগস্ট মাসে, ১ লাখ ২৫ হাজার ৯৮০ জন । আর সর্বনিম্ন নতুন গ্রাহক বেড়েছে মার্চে, ৮৫ হাজার ৩৭৩ জন।সেপ্টেম্বর শেষে লাইফ বীমাখাতে গ্রাহক সংখ্যা দাঁড়ায় ১ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার ২৩৮ জন।

২০১৬ সালের জানুয়ারিতে নতুন গ্রাহক বেড়েছে ২ লাখ ১১ হাজার ৫৩৭ জন, ফেব্রুয়ারিতে ১ লাখ ১৫ হাজার ১৫ জন, মার্চে ১ লাখ ২৩ হাজার ৯৫৭ জন, এপ্রিলে ১ লাখ ২৪ হাজার ১৮২ জন, মে মাসে ১ লাখ ৪৭ হাজার ৬৬৬ জন, জুনে ১ লাখ ৭৭ হাজার ৯২৫ জন, জুলাই মাসে ৮৪ হাজার ৫৯৯ জন, আগস্টে ৯৩ হাজার ৩৪৫ জন এবং সেপ্টেম্বরে ৭৮ হাজার ৫০০ জন।

এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে নতুন গ্রাহক বেড়েছে ১ লাখ ১ হাজার ৬৫২ জন, ফেব্রুয়ারিতে ৯৯ হাজার ৩৫০ জন, মার্চে ৮৫ হাজার ৩৭৩ জন, এপ্রিলে ৯০ হাজার ৮৬৫ জন, মে মাসে ১ লাখ ১৬০ জন, জুনে ১ লাখ ১৮ হাজার ৮৯৮ জন, জুলাই মাসে ৯৮ হাজার ৭৯৮ জন, আগস্টে ১ লাখ ২৫ হাজার ৯৮০ এবং সেপ্টেম্বরে ১ লাখ ১০ হাজার ৩৫৫ জন।