ডেস্ক রিপোর্ট: আগামীতে অর্থনৈতিক পর্যালোচনায় বীমাখাতকে অন্তর্ভূক্ত করবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালোগ (সিপিডি) । প্রতি বছরই সামষ্টিক অর্থনীতির হাল নাগাদ পরিস্থিতি তুলে ধরে প্রতিষ্ঠানটি। তবে বহু বছর ধরে চলে আসা এসব প্রতিবেদনে দেশের বীমাখাত নিয়ে আলাপ আলোচনা নেই।
সর্বশেষ শনিবার সকালে রাজধানী ব্র্যাক ইন সেন্টারে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ও শেষে দুটি অর্ন্তবর্তীকালীন আর্থিক পর্যালোচনা তুলে ধরে প্রতিষ্ঠানটি। যেখানে অর্থবছরের বাজেট বাস্তবায়ন, কৃষি, রাজস্ব আদায়, ব্যাংকিংখাতসহ সামষ্টিক অর্থনীতির হাল নাগাদ পরিস্থিতি তুলে ধরা হয়। এতে জাতীয় অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ থাকলেও দেশের বীমাখাত সর্ম্পকে কোনো বক্তব্য নেই।
এ বিষয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিডির র্নিবাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বীমাখাতকে বিষয়টি আরও আগে আমাদের পর্যালোচনায় যু্ক্ত করা প্রয়োজন ছিল। এখন থেকে সিপিডি’র অর্থনৈতিক পর্যালোচনা সংক্রান্ত প্রতিবেদনে জাতীয় অর্থনীতিতে বীমাখাতের গুরুত্ব তুলে ধরার কথাও জানান সিপিডির র্নিবাহী পরিচালক।
উল্লেখ্য, বর্তমানে দেশে সরকারি-বেসরকারি মোট ৭৭টি বীমা কোম্পানি ব্যবসা পরিচালনা করছে। এরমধ্যে লাইফ বীমা প্রতিষ্ঠান রয়েছে ৩১টি। আর নন-লাইফ বীমা কোম্পানি রয়েছে ৪৬টি। ২০১৫ সালে শুধুমাত্র বেসরাকরি ৭৫টি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৯ হাজার ৮৯৫ কোটি ৩৮ লাখ টাকা।বছরটিতে কোম্পানিগুলোর সম্পদের প্রবৃদ্ধি হয়েছে ৬.৫ শতাংশ।