কর্মকর্তা-কর্মচারিদের বীমা সুবিধা দেবে পিকেএসএফ

নিজস্ব প্রতিবেদক: কর্মকর্তা-কর্মচারিদের গোষ্ঠী বীমা (গ্রুপ ইন্স্যুরেন্স) সুবিধা প্রদান করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) । খণ্ডকালিন ও দৈনিক ভিত্তিতে নিয়োজিত ব্যতিত অন্যান্য কর্মকর্তা-কর্মচারি এই সুবিধা পাবে। এ লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন বীমা কোম্পানির কাছ থেকে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহবান করেছে প্রতিষ্ঠানটি।

কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য নিরসনে কাজ করার লক্ষ্যে সরকার ১৯৯০ সালে পিকেএসএফ প্রতিষ্ঠান করে। বর্তমানে ৩৪০ জন কর্মকর্তা-কর্মচারি প্রতিষ্ঠানটিতে নিয়োজিত রয়েছে। পিকেএসএফ-এ কর্মরতদের প্রদত্ত সুবিধাদির মধ্যে গোষ্ঠী বীমা অন্যতম। স্থায়ী কর্মকর্তা-কর্মচারিদের ক্ষেত্রে এই গোষ্ঠী বীমার পরিমাণ হবে মূল বেতনের ২৪ গুণ। অন্যদিকে চুক্তি ভিত্তিক অথবা প্রকল্প ভিত্তিক নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারিদের ক্ষেত্রে গোষ্ঠী বীমার পরিমাণ হবে মূল বেতনের ১২ গুণ।

পিকেএসএফ’র জীবন বীমায় যেসব সুবিধা অন্তর্ভূক্ত হবে সেগুলো হলো-খণ্ডকালিন ও দৈনিক ভিত্তিতে নিয়োজিত ব্যতিত অন্যান্য কর্মকর্তা-কর্মচারির জন্য স্বাভাবিক মৃত্যুর কভারেজ। দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য সম্পূরক সুবিধা। অঙ্গপ্রত্যঙ্গ বিভক্তিসহ স্থায়ী আংশিক অক্ষমতার কভারেজ। স্বাস্থ্য বীমা অথবা কর্মকর্তা-কর্মচারিদের হেলথ কার্ড। উল্লেখিত সুবিধার বাইরে প্রার্থী কোম্পানি কর্তৃক অন্য যেকোন ধরণের সুবিধা। সাশ্রয়ী প্রিমিয়াম। কভারেজের আওতায় সদস্যদের অন্তর্ভুক্তি বা বর্জন।

ইওআই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং টার্মস অব রেফারেন্স (টিওআর) পিকেএসএফ’র ওয়েবসাইটে টেন্ডার অংশে প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানকে আগামী ২৩ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে প্রয়োজনীয় তথ্যসহ ইওআই’র হার্ড কপি পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপক (অর্থ) বরাবর এবং সফট কপি [email protected] পাঠাতে বলা হয়েছে। তবে প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে পিকেএসএফ’র সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।