ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতে দুই-চাকার মটর বীমার ক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠছে মাল্টি-ইয়ার ইন্স্যুরেন্স পলিসি তথা একাধিক বছরের জন্য বীমা পলিসি। এই পলিসি গ্রহণ নতুন নিয়মে পরিণত হতে যাচ্ছে দেশটিতে। বার্ষিক নবায়ন পরিকল্পের তুলনায় এই ধরণের পলিসি সস্তা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আইসিআইসিআই লোম্বার্ড, নিউ ইন্ডিয়া, এইচডিএফসি আরগো ও বাজাজ আলিয়াঞ্জ জেনারেলসহ বর্তমানে ৬টি বীমা কোম্পানি মাল্টি-ইয়ার ইন্স্যুরেন্স পলিসি প্রস্তাব করছে। এই পলিসিতে কোম্পানিগুলো ওউন ড্যামেজ’র ক্ষেত্রে ২ থেকে ৬ শতাংশ পর্যন্ত প্রিমিয়াম ছাড় দিয়ে থাকে।
এছাড়া মাল্টি-ইয়ার মটর পলিসির আরেকটি সুবিধা হচ্ছে যে, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই)’র বার্ষিক প্রিমিয়াম বৃদ্ধি থেকে এই পলিসি অব্যাহতি পাবে। যার পরিমাণ গড়ে ১০ থেকে ১৫ শতাংশ হতে পারে।
টু-হুইলার কেনার সময়ই মাল্টি-ইয়ার বীমা পলিসি ক্রয়ের ব্যাপারে এসব যানবাহনের মালিকদের উৎসাহ যোগাচ্ছেন সংশ্লিষ্টরা। ইউনাইটেড ইন্ডিয়ার একজন কর্মকর্তা বলেন, বেশিরভাগ যানবাহনের বীমা করা হয় শুধুমাত্র এক বছরের জন্য; মটর বীমায় নবায়ন কম এবং ল্যাপসের হার বেশি। বীমা গ্রহণের পরিমাণ বাড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রতিবছর একটা বিরাট সংখ্যক টু-হুইলার যানবাহন মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শিকার এসব যানবাহনের ৬০ থেকে ৭০ শতাংশের কোন বীমা থাকে না।
মাল্টি-ইয়ার মটর পলিসি প্রস্তাবকারি প্রথম বীমা কোম্পানি হচ্ছে আইসিআইসিআই লোম্বার্ড। প্রতিষ্ঠানটি বলছে, তাদের গ্রাহকদের ৫.১৪ জনই দীর্ঘ মেয়াদী টু-হুইলার পলিসি গ্রহণ করেছে। ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত মাল্টি-ইয়ার পলিসি থেকে গ্রস রিটেন প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ১৩৩ কোটি রুপি।
বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট (মটর ইন্স্যুরেন্স) বিজয় কুমার জানিয়েছে, গত বছরের এপ্রিলে দীর্ঘ মেয়াদী টু-হুইলার বীমা প্যাকেজ চালুর করার পর ব্যাপক সাড়া পাওয়া গেছে। মাত্র ৬ মাসের মধ্যে প্রায় ৭ হাজার পলিসি বিক্রি হয়েছে। অনলাইনে পলিসি কেনা সহজ হওয়ায় মাধ্যমটিতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। (সূত্র: ইটি)