নিজস্ব প্রতিবেদক: দাবি বিবেচনার আশ্বাসের প্রেক্ষিতে চলমান কলম বিরতি সাময়িকভাবে স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কর্মকর্তা-কর্মচারিরা।
জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন ও চাকরি স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে বুধবার সকাল ১০টা থেকে এই কলম বিরতি শুরু হয়। পরে বেলা আড়াইটার দিকে দাবি বিবেচনার আশ্বাস পেয়ে কলম বিরতি স্থগিত করে।
এর আগে গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষের চেয়ারম্যান শেফাক আহমেদের সঙ্গে দেখা করে তাদের দাবি-দাওয়া উত্থাপন করেন বলে জানিয়েছেন আইডিআরএ’র এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি তানিয়া আফরিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মকর্তারা এখনো গত ডিসেম্বর মাসের বেতন-ভাতা পায়নি। এছাড়া ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল এখনো বাস্তবায়ন করা হয়নি। মূলত এসব দাবিসহ ৭ দফা দাবিতে এই কলম বিরতি শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারিরা।