ফিলিপাইনের নতুন ইন্স্যুরেন্স কমিশনার ডেনিস ফিউনা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিপাইনের বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স কমিশন (আইসি)’র প্রধান হিসেবে নিয়োগ পেয়েছে ডেনিস বি ফিউনা। দেশটির প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে গত বছরের শেষ দিকে তাকে নিয়োগ দিয়েছেন।

এর আগে ইন্স্যুরেন্স কমিশনার ছিলেন ইমানুয়েল ডোক। তিনি গত মাসে সোসাল সিকিউরিট সিস্টেম’র প্রেসিডেন্ট ও সিইও নিযুক্ত হয়েছেন। ইমানুয়েলের স্থলাভিসিক্ত হলেন ডেনিস। কমিশনার হওয়ার আগে ফিউনা ডেপুটি ইন্স্যুরেন্স কমিশনার (লিগ্যাল সার্ভিসেস) ছিলেন।

ডেনিস ফিউনা সান বেডা কলেজ থেকে ল’ ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯২ সালে বার পাস করেন। তিনি লিগ্যাল কনসালটেন্ট হিসেবে ন্যাশনাল পাওয়ার করপোরেশনে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন কংগ্রেসের তিনি সদস্য।

এছাড়া ফিউনা বালাইয়ান ফোরটিস গ্যালানডাইনস ভিলাগনজালো এবং জিমেনিও ল’ অফিসের ব্যবস্থাপনা অংশিদার ডেনিস। বিগত প্রেসিডেন্ট ফিদেল রামোস প্রশাসনের সময় তিনি বিভিন্ন সরকারি দফতরে দায়িত্ব পালন করেছেন।