ভারতের প্রথম বেসরকারি পুনর্বীমা কোম্পানি আইটিআই রি

ইন্টারন্যাশনাল ডেস্ক: বেসরকারি খাতের প্রথম পুনর্বীমা কোম্পানি হিসেবে আইটিআই রিইন্স্যুরেন্স লিমিটেড (আইটিআই রি)’কে অনুমোদন দিয়েছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অব ইন্ডিয়া (আইআরডিএআই) । ভারতের বীমা বাজারের পাশাপাশি প্রতিষ্ঠানটি অন্যান্য দেশেও সরাসরি পুনর্বীমা ব্যবসা করতে পারবে।

এছাড়া বিদেশি মালিকানাধীন আরো ৫টি পুনর্বীমা প্রতিষ্ঠানকে ভারতে শাখা খোলার অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই। কোম্পানিগুলো হলো- জার্মান ভিত্তিক মিউনিখ রি ও হ্যানোভার রি, সুইস পুনর্বীমা প্রতিষ্ঠান সুইস রি, ফরাসি পুনর্বীমা প্রতিষ্ঠান এসসিওআর এবং মার্কিন পুনর্বীমা প্রতিষ্ঠান আরজিএ।

এরইমধ্যে লয়েডস অব লন্ডন এবং আয়ারল্যান্ড ভিত্তিক ক্যাটলিন এক্সএল ভারতে দ্বিতীয় পর্যায়ের ছাড়পত্র (আর-২) পেয়েছে। জেনারেল রি এবং এএক্সএ রি’ও ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অব ইন্ডিয়া থেকে প্রাথমিক ছাড়পত্র পেয়েছে।

বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন পুনর্বীমা প্রতিষ্ঠান জিআইসি এককভাবে ভারতে ব্যবসা পরিচালনা করছে। দেশটির পুনর্বীমা বাজারের বর্তমান আনুমানিক মূল্য প্রায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার। বিশাল এই বীমা বাজারে খুব শিগগিরই ব্যবসায়িক কার্যক্রম শুরু করবে আইটিআই রি।

আইটিআই রি’র সিওও আর রাখভান এশিয়া ইন্স্যুরেন্স রিভিউ’কে বলেন, আমরা আমাদের ভবিষ্যত সম্পর্কে অত্যন্ত আশাবাদী। জিআইসি রি’র ভূমিকা পরিপূর্ণ করার জন্য আমরা কাজ করবো এবং ভারতের উন্নয়নে বিদেশে পুনর্বীমার শাখা খুলে বিশ্ব পুনর্বীমা কেন্দ্রে যুক্ত হবো।

আরজিএ ইন্ডিয়া শাখার প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক থমাস ম্যাথিউ জানান, তাদের ভারতীয় শাখা হবে মুস্বাই ভিত্তিক এবং তাদের দৃষ্টি থাকবে লাইফ ও হেলথ রিইন্স্যুরেন্স ব্যবসায়।

তিনি আরো বলেন, অনলাইন প্রতিরক্ষায় উদ্ভাবনী পণ্যের উন্নয়নে আরজিএ তাদের গ্রাহকদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে এবং ‘গুরুতর অসুস্থতা’র ক্ষেত্রে বিশেষভাবে উপযুক্ত পুনর্বীমা সমাধান প্রদান করছে।

মিউনিক রি’র ভারতীয় শাখার মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিতেশ কোটাক বলেন, মিউনিক রি মুম্বাই থেকে কার্যক্রম পরিচালনা করবে এবং ভারতীয় উপমহাদেশের বাজারে লাইফ, ননলাইফ ও হেলথ পুনর্বীমা সেবা প্রদান করবে।

বিদেশি পুনর্বীমা প্রতিষ্ঠানগুলো আগামী ১ এপ্রিলের নবায়নকে সামনে নিয়ে তাদের শাখার কার্যক্রম শুরু করবে। ওই সময় ভারতীয় সাধারণ বীমাখাত প্রায় ১ কোটি রুপির সাধারণ বীমা ব্যবসা নবায়ন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।