ইন্টারন্যাশনাল ডেস্ক: মোটর বীমা গ্রাহকদের পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রিমিয়ামে ডিসকাউন্ট বা ছাড় দেয়ার জন্য কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছে সৌদি আরাবিয়ান মনিটারি অথরিটি (এসএএমএ) । আগামী ১ এপ্রিল থেকে এই সুবিধা কার্যকর করা হবে। এ লক্ষ্যে ৩টি নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
এসএএমএ’র নির্দেশনা অনুসারে, যেসব গ্রাহক এক বছরের মধ্যে কোন বীমা দাবি উত্থাপন করেনি তাদেরকে ১৫ শতাংশ ছাড় দেয়া হবে। আর যারা বিগত তিন বছরের মধ্যে কোন দুর্ঘটনা ঘটনায়নি বা বীমা দাবি করেনি তাদের জন্য থাকবে ৩০ শতাংশ পর্যন্ত প্রিমিয়াম ছাড়।
এছাড়া যেসব গ্রাহকের কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স রয়েছে তাদেরকে ১০ শতাংশ ছাড় এবং দীর্ঘ দিন ধরে যারা একই কোম্পানিতে বীমা করে আসছে এমন বিশ্বস্ত গ্রাহকদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেয়ার অনুমতি প্রদান করেছে নিয়ন্ত্রক সংস্থা এসএএমএ।
নির্দেশনায় আরো বলা হয়েছে, এই ছাড়ের সুবিধা শুধুমাত্র সেইসব গ্রাহককে প্রদান করা হবে যারা মেয়াদ উত্তীর্ণ পলিসি একই বীমা কোম্পানিতে নবায়ন করবে এবং তাদের মেয়াদ উত্তীর্ণ ও নতুন পলিসির মাঝে কোন ল্যাপস থাকবে না। সৌদি গেজেট এসব তথ্য জানিয়েছে।