লাইফ বীমা কোম্পানিগুলোর দাবি পরিশোধের হার ১৫% বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি-বেসরকারি লাইফ বীমা কোম্পানিগুলোর দাবি পরিশোধের হার বেড়েছে। বিদায়ী বছরে (জানু-সেপ্টেম্বর) কোম্পানিগুলো ৫০.২৮ শতাংশ দাবি পরিশোধ করেছে। যা আগের বছর অর্থাৎ ২০১৫ সালের একই সময়ে ছিল ৩৪.৮৫ শতাংশ। অর্থাৎ আলোচ্য সময়ে দাবি পরিশোধের হার বাড়ে ১৫.৪৩ শতাংশ।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এ দাখিলকৃত তথ্য পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে। তবে ৩১টি লাইফ বীমা প্রতিষ্ঠানের মধ্যে ৬টি বেসরকারি কোম্পানির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ২০১৬ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট পরিশোধযোগ্য বীমা দাবির সংখ্যা ছিল ২৩ লাখ ৫৩ হাজার ৪০৫টি। এরমধ্যে ১১ লাখ ৮৩ হাজার ৪০১টি দাবি পরিশোধ করা হয়েছে। অপরিশোধিত রয়েছে ১১ লাখ ৭০ হাজার ৮৩৮টি। সে হিসাবে ৯ মাসে বীমা কোম্পানিগুলো গড়ে ৫০.২৮ শতাংশ দাবি পরিশোধ করেছে।

অন্যদিকে ২০১৫ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে লাইফ বীমাখাতে সর্বমোট পরিশোধযোগ্য দাবির সংখ্যা ছিল ১৭ লাখ ১৭ হাজার ৮৯৫টি। এরমধ্যে ৫ লাখ ৯৮ হাজার ৭৮৫টি দাবি পরিশোধ করা হয়েছে। অপরিশোধিত রয়েছে ১১ লাখ ১২ হাজার ৫৩৫টি। সে হিসাবে ৯ মাসে বীমা কোম্পানিগুলো গড়ে ৩৪.৮৫ শতাংশ দাবি পরিশোধ করেছে।

২০১৬ সালে সবচেয়ে বেশি বীমা দাবি পরিশোধ করা হয়েছে জুন মাসে। এ মাসে দাবি পরিশোধ করা হয় ৬২.৬৮ শতাংশ। এসময় পরিশোধযোগ্য বীমা দাবির সংখ্যা দাঁড়ায় ৩ লাখ ৫৬ হাজার ৬৫৫টি। আর পরিশোধ করা হয়েছে ১১ লাখ ৮৩ হাজার ৪০১ টি। উল্লেখ্য, অন্যান্য মাসে তুলনায় এ মাসেই সবচেয়ে বেশি দাবি উত্থাপিত হয়।

অন্যদিকে সবচেয়ে কম পরিশোধ করা হয়েছে আগস্ট মাসে। এ মাসে দাবি পরিশোধর হার ২৯.৯৭ শতাংশ। এ মাসে মোট দাবি উত্থাপিত হয় ১ লাখ ৭৭ হাজার ৯৪৪টি। আর পরিশোধ করা হয় ৫৩ হাজার ৩২৮টি।

২০১৫ সালে সবচেয়ে বেশি বীমা দাবি পরিশোধ করা হয়েছে সেপ্টেম্বর মাসে। এসময় ৫১.৫৩ শতাংশ দাবি পরিশোধ করেছে বীমা কোম্পানিগুলো। এ মাসে মোট দাবি উত্থাপিত হয় ১ লাখ ৫৯ হাজার ১০৬টি। পরিশোধ করা হয় ৮১ হাজার ৯৯৫টি।

আর সবচেয়ে কম পরিশোধ করা হয়েছে মার্চ মাসে। এ মাসে দাবি পরিশোধের হার ১১.৬৬ শতাংশ। এ মাসে দাবি উত্থাপিত হয় ২ লাখ ৩৪ হাজার ৩০০টি, যার মধ্যে পরিশোধ করা হয় ২৭ হাজার ৩২৯টি।

2016আইডিআরএ’র তথ্য মতে, ২০১৬ সালের জানুয়ারি মাসে লাইফ বীমাখাতে পরিশোধযোগ্য দাবির সংখ্যা ছিল ৩ লাখ ৩৬ হাজার ৮০টি। এরমধ্যে পরিশোধ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৬১১টি। অপরিশোধিত রয়েছে ১ লাখ ৫৪ হাজার ৪৬৯টি। সে হিসাবে দাবি পরিশোধের হার ৫৪.০৪ শতাংশ।

ফেব্রুয়ারি মাসে পরিশোধযোগ্য দাবি ছিল ২ লাখ ৯৭ হাজার ৯৯৮টি। এরমধ্যে পরিশোধ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৪৩টি। এমাসে দাবি পরিশোধের হার ৪৯.৯১। মার্চ মাসে ২ লাখ ৯১ হাজার ২১৬টি পরিশোধযোগ্য দাবির বিপরীতে নিষ্পত্তি হয়েছে ১ লাখ ৭১ হাজার ৭৬১টি। এ মাসে দাবি পরিশোধ হয়েছে ৫৮.৯৮ শতাংশ।

2016 pieএপ্রিল মাসে ২ লাখ ৬৫ হাজার ৪৬৮টি দাবির মধ্যে ১ লাখ ৪০ হাজার ৭৯৬টি দাবি পরিশোধ করা হয়েছে। এসময় কোম্পানিগুলোর দাবি পরিশোধের হার ৫৩.০৪। মে মাসে পরিশোধযোগ্য দাবির সংখ্যা ছিল ২ লাখ ৮৪ হাজার ৪৭৪টি। এরমধ্যে পরিশোধ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৩৩টি। অর্থাৎ ৫৬.০৮ শতাংশ দাবি পরিশোধিত। জুন মাসে ৩ লাখ ৫৬ হাজার ৬৫৫টি দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৫২টি। এ মাসে দাবি পরিশোধের হার ৬২.৬৮ শতাংশ।

জুলাই মাসে ১ লাখ ৭৪ হাজার ৯৮টি পরিশোধযোগ্য দাবির মধ্যে ৫২ হাজার ৭২৩টি পরিশোধ করা হয়েছে। এসময় দাবি পরিশোধের হার ৩০.২৮। আগস্ট মাসে ১ লাখ ৭৭ হাজার ৯৪৪টি দাবির মধ্যে ৫৩ হাজার ৩২৮টি পরিশোধ করা হয়েছে। এমাসে দাবি পরিশোধের হার ২৯.৯৭। আর সেপ্টেম্বর মাসে পরিশোধযোগ্য দাবি ছিল ১ লাখ ৬৯ হাজার ৪৭২টি। যার মধ্যে ৫১ হাজার ৩৫৪টি দাবি পরিশোধ করা হয়েছে। অপরিশোধিত রয়েছে ১ লাখ ১৮ হাজার ১০৯টি। এমাসে ৩০.৩০ শতাংশ দাবি পরিশোধ করেছে কোম্পানিগুলো।

2015অন্যদিকে ২০১৫ সালের জানুয়ারি মাসে লাইফ বীমাখাতে পরিশোধযোগ্য দাবির সংখ্যা ছিল ২ লাখ ৩ হাজার ২৯৫টি। এরমধ্যে পরিশোধ করা হয়েছে ৩৬ হাজার। অপরিশোধিত রয়েছে ১ লাখ ৬৭ হাজার ৩৫১টি। সে হিসাবে দাবি পরিশোধের হার ১৭.৭১ শতাংশ। ফেব্রুয়ারি মাসে পরিশোধযোগ্য দাবি ছিল ২ লাখ ১০ হাজার ৬৪৪টি। এরমধ্যে পরিশোধ করা হয়েছে ২৯ হাজার ৭৫টি। পরিশোধের হার ১৩.৮০। মার্চ মাসে ২ লাখ ৩৪ হাজার ৩০০টি পরিশোধযোগ্য দাবির বিপরীতে নিষ্পত্তি হয়েছে ২৭ হাজার ৩২৯টি। এ মাসে দাবি পরিশোধের হার ১১.৬৬।

এপ্রিল মাসে ২ লাখ ৬৬ হাজার ৭০৬টি দাবির মধ্যে ১ লাখ ১৭ হাজার ১৫৬টি দাবি পরিশোধ করা হয়েছে। এসময় কোম্পানিগুলোর দাবি পরিশোধের হার ৪৩.৯৩। মে মাসে পরিশোধযোগ্য দাবির সংখ্যা ছিল ২ লাখ ১১ হাজার ৬৯৯টি। এরমধ্যে পরিশোধ করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৭১৭টি। অর্থাৎ ৪৯.৯৪ শতাংশ দাবি পরিশোধিত। জুন মাসে ১ লাখ ৬৬ হাজার ৩৯টি দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে ৮৩ হাজার ২১২টি। এ মাসে দাবি পরিশোধের হার ৫০.১২ শতাংশ।

2015 pieজুলাই মাসে ১ লাখ ৩৫ হাজার ৯৫৪ পরিশোধযোগ্য দাবির মধ্যে ৬০ হাজার ২৮৬টি পরিশোধ করা হয়েছে। এসময় দাবি পরিশোধের হার ৪৪.৩৪। আগস্ট মাসে পরিশোধযোগ্য ১ লাখ ৩০ হাজার ১৫২টি দাবির মধ্যে ৫৭ হাজার ৯৭৩টি দাবি পরিশোধ করা হয়েছে। এমাসে দাবি পরিশোধের হার ৪৪.৫৪। আর সেপ্টেম্বর মাসে মোট পরিশোধযোগ্য দাবি ছিল ১ লাখ ৫৯ হাজার ১০৬টি। যার মধ্যে ৮১ হাজার ৯৯৫টি দাবি পরিশোধ করা হয়েছে। অপরিশোধিত রয়েছে ৭৭ হাজার ১৮৩টি। সে হিসাবে সেপ্টেম্বর মাসে ৫১.৫৩ শতাংশ দাবি পরিশোধ করা হয়েছে।

উল্লেখ্য, বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’তে বীমাকারিদের দাখিলকৃত ২০১৬ সালে দাবি পরিশোধের তথ্যে প্রোগ্রেসিভ লাইফের কোন হিসাব পাওয়া যায়নি। এছাড়া পপুলার লাইফ ও গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের এবং ন্যাশনাল লাইফের আগস্ট ও সেপ্টেম্বর মাসের কোন তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে ২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে প্রগতি লাইফ ও হোমল্যাণ্ডের কোন তথ্য পাওয়া যায়নি। আর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ফেব্রুয়ারি ও মার্চের তথ্য পাওয়া যায়নি।