অভিনেত্রী ক্যারি ফিশারের মৃত্যুতে ৪০০ কোটি টাকা বীমা দাবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: জনপ্রিয় মুভি সিরিজ ‘স্টার ওয়ারস’র অভিনেত্রী ক্যারি ফিশারের মৃত্যুতে ৪০০ কোটি টাকার বেশি (৪১ মিলিয়ন পাউন্ড স্টার্লিং) বীমা দাবি করা হয়েছে। চুক্তিকৃত তিনটি মুভি তৈরির কাজ সম্পন্ন করতে না পারায় ‘কন্ট্রাক্ট প্রোটেকশন কভার’র বিপরীতে এই দাবি করেছে ওয়াল্ট ডিজনি কর্তৃপক্ষ।

ব্যক্তিগত দুর্ঘটনা বীমার ক্ষেত্রে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় একক বীমা দাবি। বিশ্বের শীর্ষস্থানীয় বীমা কোম্পানি লয়েড’স অব লন্ডন এই বীমা কভারেজ দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এক্সেপশনাল রিস্ক অ্যাডভাইজরস’র বিশেষজ্ঞদের দ্বারা এই পলিসির অবলিখন করা হয়েছে।

অভিনেত্রী ক্যারি ফিশারের বীমাকারি লয়েড’স এই বীমা দাবি পরিশোধ করতে গিয়ে অবলিখনের ফলে যে লোকসানের মুখে পড়েছে ২০১৬ সালে এই বিভাগে তা উল্লেখযোগ্য। লয়েড’স এর অবলিখকরা ব্যক্তিগত দুর্ঘটনা বীমায় বছরটিতে ১০ মিলিয়ন মার্কিন ডলার বা তার কম বার্ষিক প্রিমিয়ামের রেকর্ড সংগ্রহ করেছে।

জনপ্রিয় মুভি সিরিজ ‘স্টার ওয়ারস’- এ প্রিন্সেস লেইয়া চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জনকারী ক্যারি ফিশার গত ২৭ ডিসেম্বর মৃত্যু বরণ করেন। এর আগে ২৩ ডিসেম্বর শুক্রবার কমেডি সিরিজ ‘ক্যাটাস্ট্রফি’র শুটিং শেষে লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার পথে বিমানের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন তিনি। বিমানেই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লস অ্যাঞ্জেলেসের রোনাল্ড রিগান ইউসিএলএ হাসপাতালে নেয়া হয়। সেখানেই মৃত্যু হয় ৬০ বছর বয়সী এই অভিনেত্রীর।

বেভারলি হিলসে জন্ম নেয়া ক্যারি ফিশার মাত্র ১২ বছর বয়সে লাস ভেগাসে তার মায়ের নাইট ক্লাবে অভিনয় করেন। ১৯৭৫ সালে ‘শ্যাম্পু’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু হলেও দুই বছর পর স্টার ওয়ারসই তাকে অভিনেত্রীর সম্মান ও খ্যাতি এনে দেয়। স্টার ওয়ারসের দুটি সিক্যুয়েলে অভিনয় করেন ফিশার।

ডিজনি কর্তৃপক্ষ ‘স্টার ওয়ারস’ সিরিজ কিনে নিলে ক্যারি ফিশার ‘দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ এ শয়তানের সঙ্গে যুদ্ধে বিদ্রোহী আন্দোলনের রাশভারী জেনারেল ‘লেইয়া অর্গানা’ চরিত্রে অভিনয় করেন। ‘স্টার ওয়ার্স; এপিসোড এইট’- এও অভিনয় করেছেন ক্যারি ফিশার।

২০১৬ সালের জুলাইয়ে ছবিটির শুটিং শেষ হয়। চলতি বছরের ডিসেম্বরে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘স্টার ওয়ারস’ সেটেই হ্যারিসন ফোর্ডের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন এই তারকা অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি মাদকাসক্তি আর একের পর এক প্রেমে জড়িয়ে সংবাদের খোরাক হয়েছেন ‘প্রিন্সেস লেইয়া’।

(১ ব্রিটিশ পাউন্ড=৯৭.৯৫ টাকা)