নিজস্ব প্রতিবেদক : সাধারণ বীমা করপোরেশনের ২০১৫ সালের লভ্যাংশের ৩০ কোটি টাকার চেক আজ বুধবার অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করপোরেশনের জিএম জ্যোৎস্না বিকাশ চাকমা, ডিজিএম জাকির হোসেন, ডিজিএম পারভীন সুলতানা ও ডিএম বিপ্লব কুমার দাস প্রমুখ।
এ সময় সৈয়দ শাহরিয়ার আহসান অর্থমন্ত্রীকে বলেন, এ বছর যে পরিমান লভ্যাংশ দেয়া হয়েছে, আগামী বছর সরকারকে আরো বেশি লভ্যাংশ দিতে পারব বলে পরিকল্পনা করছি।
উল্লেখ্য, ২০১৪ সালে সাধারণ বীমা করপোরশন ২৫ কোটি টাকা লভ্যাংশ দিয়েছিল সরকারকে। আর এ বছর (২০১৫) লভ্যাংশ দিয়েছে ৩০ কোটি টাকা। যা এক বছরের ব্যবধানে লভ্যাংশ বেড়েছে ৫ কোটি টাকা।