ডেস্ক রিপোর্ট: চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মহা-ব্যবস্থাপক (উন্নয়ন প্রশাসন ও শাখা নিয়ন্ত্রণ) ইফতেখার আল মামুন একই প্রতিষ্ঠানের বিজনেস প্রমোশন ডিভিশনে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
১৯৯৩ সালে আমোরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে (আলিকো) যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন ইফতেখার আল মামুন। পরবর্তীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহকারী মহা-ব্যবস্থাপক (উন্নয়ন প্রশাসন বিভাগ) ও যুগ্ম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রকল্প প্রশাসন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক ও প্রকল্প প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ইফতেখার আল মামুন।
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ইফতেখার আল মামুন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত। ব্যক্তি জীবনে অত্যন্ত সদালাপী, সবর্দা হাসোজ্জ্যেল একজন মানুষ। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে ও এক ছেলের জনক। (সংবাদ বিজ্ঞপ্তি)