কুমিল্লার কারাগারে লাইফ বীমা কোম্পানির ৩ মূখ্য নির্বাহী

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি লাইফ বীমা কোম্পানির ৩ জন মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও)’সহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন কুমিল্লার আদালত। সোমবার বিকালে একটি মামলার হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

জেলা কারাগারে আটকরা হলেন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী নূর মোহাম্মদ ভূঁইয়া এবং যমুনা লাইফের মূখ্য নির্বাহী বিশ্বজিৎ কুমার মণ্ডল।

আটক অপর দুইজন হলেন রূপালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা নজরুল ও প্রদীপ। নূর মোহাম্মদ ভূঁইয়া এরআগে রূপালী লাইফের সিইও হিসেবে কর্মরত ছিলেন এবং বিশ্বজিৎ কুমার মণ্ডল ছিলেন ওই প্রতিষ্ঠানের সিএফও। জনৈক সারোয়ার হোসেন এই মামলা দায়ের করেন।

কুমিল্লা জেলা কারাগারের কারারক্ষী আশিক ইন্স্যুরেন্স নিউজবিডি’কে এ তথ্য নিশ্চিত করেছেন।