নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি খাতে লাইফ ও ননলাইফ ৭৫টি বীমা কোম্পানির ২০১৫ সালে প্রিমিয়াম সংগ্রহে মোট প্রবৃদ্ধি হয়েছে ৪.২৭ শতাংশ। সম্পদে প্রবৃদ্ধি হয়েছে ৬.৫ শতাংশ ও বিনিয়াগে প্রবৃদ্ধি ৮ শতাংশ।এছাড়া লাইফ বীমা কোম্পানিগুলোর লাইফ ফান্ডে প্রবৃদ্ধি হয়েছে ৭.৩৩ শতাংশ। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য জানানো হয়।
সাধারণ সভার তথ্য অনুযায়ী, ২০১৫ সালে লাইফ ও নন-লাইফে প্রিমিয়াম আয় হয়েছে ৯ হাজার ৭৪৪ কোটি ৪৮ লাখ টাকা, যা ২০১৪ সালে ছিল ৯ হাজার ৩৪৫ কোটি ৮১ লাখ টাকা। আলোচ্য বছরে মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৩৯৮ কোটি ৬৭ লাখ টাকা। অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ৪.২৭ শতাংশ।
২০১৫ সালে বেসরকারি লাইফ বীমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৭ হাজার ৩৩০ কোটি ৪৮ লাখ টাকা। এর আগে ২০১৪ সালে তা ছিল ৭ হাজার ৭৭ কোটি ৯১ লাখ টাকা। ২০১৫ সালে লাইফে প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২৫২ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ৩.৫৭ শতাংশ।
ননলাইফ বীমা কোম্পানিগুলো মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ২ হাজার ৪১৪ কোটি টাকা। ২০১৪ সালে যা ছিল ২ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা। এ হিসাব অনুসারে ২০১৫ সালে ননলাইফে আয় বেড়েছে ১৪৬ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ ৬.৪৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
লাইফ ও ননলাইফ বীমা কোম্পানিগুলোর ২০১৫ সালে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৯ হাজার ৮৯৫ কোটি ৩৮ লাখ, যা ২০১৪ সালে ছিল ৩৭ হাজার ৪৬০ কোটি ৮৯ লাখ টাকা। আলোচ্য বছরে সম্পদের পরিমাণ বেড়েছে ২ হাজার ৪৩৪ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এরমধ্যে লাইফ বীমা কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৩ হাজার ৫৩৩ কোটি ৭৮ লাখ টাকা। যা ২০১৪ সালে ছিল ৩১ হাজার ৫২৪ কোটি ২৯ লাখ টাকা। আলোচ্য বছরে আয় বেড়েছে ২ হাজার ৯ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ ৬.৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
অপর দিকে ননলাইফ বীমা কোম্পানির ২০১৫ সালে সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ৩৬১ কোটি টাকা ৬০ লাখ টাকা। যা ২০১৪ সালে ছিল ৫ হাজার ৯৩৬ কোটি ৬০ লাখ টাকা। আলোচ্য বছরে এসে সম্পদের পরিমাণ বাড়ে ৪২৫ কোটি টাকা। অর্থাৎ ৭.১৬ শতাংশ।
লাইফ ও ননলাইফ কোম্পানিগুলো ২০১৫ সালে মোট বিনিয়োগ করে ২৭ হাজার ১৭০ কোটি ৮০ লাখ টাকা, যা ২০১৪ সালে ছিল ২৫ হাজার ১৫৭ কোটি ৪৩ লাখ টাকা। আলোচ্য বছরে বিনিয়োগের পরিমাণ বাড়ে ২ হাজার ১৩ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ ৮ শতাংশ।
এর মধ্যে লাইফ বীমা খাতে ২০১৫ সালে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ২৩ হাজার ৯৫৪ কোটি ৩৮ লাখ টাকা। যা ২০১৪ সালে ছিল ২২ হাজার ১৫৬ কোটি ৪৩ লাখ টাকা। আলোচ্য বছরে বিনিয়োগ বেড়েছে ৭৯৭ কোটি ৯৫ লাখ টাকা। অর্থাৎ প্রবৃদ্ধি ৩.৬ শতাংশ।
অপর দিকে ননলাইফ বীমা খাতে ২০১৫ সালে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ২১৬ কোটি ৪১ লাখ টাকা। যা ২০১৪ সালে তা ছিল ৩ হাজার ১ কোটি টাকা। আলোচ্য বছরে বিনিয়োগ বেড়েছে ২১৫ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ ৭.১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
২০১৫ সালে বেসরকারি লাইফ বীমা কোম্পানির লাইফ ফান্ড দাঁড়ায় ২৮ হাজার ৬৫৪ কোটি ৭৬ লাখ টাকা। যা ২০১৪ সালে ছিল ২৬ হাজার ৬৯৮ কোটি ৭৯ লাখ টাকা। আলোচ্য বছরে লাইফ ফান্ড বাড়ে ১ হাজার ৯৫৫ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ লাইফ ফান্ডে প্রবৃদ্ধি হয় ৭.৩৩ শতাংশ।
বৃহস্পতিবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ওই সাধারণ সভায় বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান, মূখ্য নির্বাহী কর্মকর্তাসহ উর্ধ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন, মেঘনা লাইফ এবং কর্ণফুলি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা নাসির এ চৌধুরী, নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম মনিরুল হক, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, তাকাফুল ইন্স্যুরেন্সের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী বক্তব্য রাখেন।