নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বীমা কোম্পানি বায়রা লাইফের চেয়ারম্যান ও সিইও’সহ এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। কোম্পানিটির গ্রাহকদের দায়ের করা পৃথক ২টি প্রতারণা মামলায় এ পরোয়ানা জারি করা হয়। খুলনার মূখ্য মহানগর হাকিমের আমলী আদালত ‘খ’ অঞ্চলের বিচারক মো. ফারুক ইকবাল গ্রেফতারি পরোয়ানা জারির এ আদেশ দেন।
মামলার আসামীরা হলেন কোম্পানির চেয়ারম্যান আবুল বাশার, মূখ্য নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার পরামানিক ও উপ ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। অপর দিকে মামলার বাদিরা হলেন- বায়রা লাইফের গ্রাহক সালমা সুলতানা ও গাজি মোহাম্মদ আলী। খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাচল সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার বিবরণে জানা যায়, নগরীর ফুলবাড়ি গেটের মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী সালমা সুলতানা বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির খুলনা কার্যালয়ে একটি ডিপিএস খোলেন যার নং- ২৩১০০০৩। এই একাউন্টে মোট ৫১ হাজার টাকা জমা হয়। গ্রাহক উক্ত টাকা উত্তোলন করতে চাইলে কোম্পানি টাকা দিতে অস্বীকার করে।
এ ঘটনায় সালমা সুলতানা গত ১৮ অক্টোবর কোম্পানির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান করেন। গত ১ ডিসেম্বর সালমা সুলতানা লিগ্যাল নোটিশ নিয়ে খুলনা অফিসে গেলে তাকে টাকা দেয়া হবে না মর্মে জানায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় সালাম সুলতানা বাদি হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অপর দিকে ফুলবাড়ি গেটের গাজী ইনছান আলির ছেলে গাজী মোহাম্মদ আলি তার ডিপিএস নং-২৩১০০১৭ এ জমানো ৮২ হাজার ৪শ’ টাকা ফেরত না পেয়ে ওই তিনজনের বিরুদ্ধে একই আদালতে মামলা দায়ের করেছেন।