সিঙ্গাপুরের বীমাখাতে শ্লথগতি

ইন্টারন্যাশনাল ডেস্ক: সিঙ্গাপুরের অর্থ ও বীমাখাতে শ্লথগতি দেখা দিয়েছে। দশমিক ৫ শতাংশে নেমে এসেছে অগ্রগতি। বিশ্লেষকরা গত সেপ্টেম্বরে এই অগ্রগতির প্রত্যাশা করেছিলেন ২ শতাংশ। মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর (এমএএস) প্রকাশিত একটি প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

তিন মাস অন্তর পরিচালিত পেশাগত পূর্বাভাসের এমএএস জরিপের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। ওই প্রতিবেদন তৈরিতে ২২ জন অর্থনীতিবিদ ও বিশ্লেষক জড়িত ছিলেন বলে জানিয়েছে মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর।

আর্থিক ও বীমা খাতের পাশাপাশি উৎপাদন, নির্মাণ, পাইকারি ও খুচরা বাণিজ্য, বাসস্থান এবং খাদ্য সেবা হচ্ছে সিঙ্গাপুরের জিডিপি’তে প্রধান প্রদায়ক। ২০১৬ সালের সিঙ্গাপুরের অর্থনীতির জন্য অগ্রগতির পূর্বাভাস ১.৮ শতাংশ থেকে ১.৪ শতাংশে কমিয়ে এনেছেন বিশ্লেষকরা। (সূত্র: আইএএন)