ডেস্ক রিপোর্ট: কুমিল্লার লাকসামে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মরণোত্তর বীমা দাবি পরিশোধ করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) একরামুল আমিন, এফসিএ উপস্থিত হয়ে বীমা গ্রাহকের নমিনির হাতে ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
লাকসাম জোন ইনচার্জ এস এস শাহাদাত হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেস্ট লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম, এসইভিপি (উন্নয়ন ও মাকেটিং) মুহাম্মদ মহসীন ভূইয়া, এসভিপি (উন্নয়ন ও মার্কেটিং) মো. রবিউল হোসাইন সুমন, ভিপি (উন্নয়ন ও মার্কেটিং) আব্দুল আলিম ভূইয়া সুজন, ডিভসি (উন্নয়ন) মো. মিজানুর রহমান প্রমুখ।
মনোহরগঞ্জের যাদবপুর গ্রামের বাসিন্দা সহিদ উল্লাহ’র স্ত্রী নাজমা বেগম ১ লাখ টাকার একটি বীমা পলিসি গ্রহণ করেন। পলিসির প্রথম বর্ষ প্রিমিয়াম বাবদ ৭ হাজার ৭৩৯ টাকা জমা করেন। এরপর প্রসব জনিত কারণে নাজমা বেগমের মৃত্যু হয়। অনুষ্ঠানে ওই বীমা গ্রাহকের নমিনী তার স্বামী সহিদ উল্লাহকে বীমা দাবীর এক লাখ টাকার একটি চেক হস্তান্তর করে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। (সংবাদ বিজ্ঞপ্তি)