এসএমই, কৃষি ও মৎস খাতের বীমায় ভর্তুকি দেবে ফিলিপাইন

ইন্টারন্যাশনাল ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), কৃষি এবং মৎস খাতে বীমা সুবিধা বাড়াতে যাচ্ছে ফিলিপাইন। এসব খাতের বীমা গ্রাহকের প্রিমিয়াম পরিশোধে সরকার ভর্তুকি প্রদান করবে। ইতোমধ্যে এ বিষয়ে একটি বিল উপস্থাপনের কাজ শুরু হয়েছে।

সিনেটর সিনথিয়া ভিলার জানান, তারা একটি বিলের ওপর কাজ করছেন যেখানে এসব খাতের বীমা প্রিমিয়াম পরিশোধে সরকারকে ভর্তুকি প্রদানের প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে প্রিমিয়ামের একটা অংশ বীমা গ্রাহককে পরিশোধ করতে হবে এবং অন্য অংশ পরিশোধ করবে সরকার।

সিনথিয়া ভিলার কৃষি ও কৃষি পুনর্গঠন বিষয়ে গঠিত কমিটির ভাইস-চেয়ারম্যান। সম্প্রতি অনুষ্ঠিত একটি ব্যবসা সম্মেলনে তিনি এসব কথা জানান। ওই সম্মেলনে এসএমই ও কৃষি-মৎস্যজীবীসহ আর্থিক ঋণ পরিকাঠামো নেটওয়ার্ক নিয়ে আলোচনা হয়।

বেসরকার বীমা প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্রবীমার ওপর কত প্রিমিয়াম ধার্য করবে এ বিষয়ে জানতে খাত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও করেছেন সিনেটর সিনথিয়া। বেসরকারি খাতের সঙ্গে বসার কারণ হচ্ছে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে তারা অসুবিধা পড়েন।

সিনথিয়া বলেন, খাতটি বীমা কাভারেজের আওতায় আনতে কি পরিমাণ প্রিমিয়াম ভর্তুকি প্রদান করতে হবে তার একটি পরিমাণ তিনি সরকারের কাছে দাখিল করবেন। পাশপাশি সরকারি গ্যারান্টি তহবিলের বিপরীতে ব্যাংক থেকে ঋণের সুযোগ তৈরি করা হবে।