বীমা শিল্পের প্রতিবন্ধকতা উত্তরণের উপায়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বীমা শিল্প পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় অনেকটাই পিছনে পরে আছে। স্বাধীনতার প্রায় ৪৫ বছর পরও বাংলাদেশে বীমা শিল্পের তেমন কোনো উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়নি। বীমা শিল্পের এই অসন্তোষ অবস্থার জন্য একাধিক কারণকে দায়ী করা যেতে পারে।

এসব কারণের মধ্যে রয়েছে, বীমার গুরুত্ব সম্পর্কে জনগণের সচেতনতার অভাব, কর্তৃপক্ষের উদাসীনতা ইত্যাদি। আপাত দৃষ্টিতে মনে হবে বাংলাদেশের বীমা শিল্প যেন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতে এর উন্নতির সম্ভাবনা তেমন আশাব্যঞ্জক বলে মনে হয় না।

বীমা শিল্পের উন্নতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বীমা কোম্পানিগুলোকে বিভিন্ন ধরনের অভিনব উদ্যোগ গ্রহণ করতে হবে। যেমন, বাজারে নতুন বীমা পলিসির প্রবর্তন, প্রয়োজনীয় কিছু বীমা বাধ্যতামূলক করা ইত্যাদি।

বাংলাদেশের বীমা খাতের প্রতিবন্ধকতা উত্তরণের উপায় নিয়ে আরো বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরা হবে বিআইপিডি’র জাতীয় সেমিনার-২০১৬ তে। ‘প্রেজেন্ট মার্কেট সিনারিও এন্ড চ্যালেঞ্জেস অব বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর’ শীর্ষক এ সেমিনার আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বীমা খাতের জ্যেষ্ঠ ও মধ্যবর্তী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রয়োজন অনুসারে সেমিনারটি সাজানো হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রোফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) প্রথমবারের মতো এই সেমিনার আয়োজন করছে। সেমিনারে দেশি-বিদেশী বীমা বিশেষজ্ঞরা বীমা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন।

দিনব্যাপী এই সেমিনারে ৫টি অধিবেশনে ১০ জন বীমা ব্যক্তিত্ব প্রবন্ধ উপস্থাপন করবেন। রাজধানীর ৩৫ তোপখানা রোডে একটি সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সেমিনারটি অনুষ্ঠিত হবে।বীমা কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং মূখ্য নির্বাহী কর্মকর্তারা সেমিনারের অংশগ্রহণ করতে পারবেন। আগামী ১২ ডিসেম্বর রেজিস্ট্রেশনের শেষ দিন।

জাতীয় সেমিনার-২০১৬ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ৮৮০-২-৪৭১১৮২০১ নম্বরে ফোন অথবা ৯৫৮৪৯২২ নম্বরে ফ্যাক্স করতে বলা হয়েছে। [email protected] অথবা [email protected] এ ই-মেইল করেও এ বিষয়ে জানা যাবে। এছাড়া ৩৫ তোপখানা রোড, ঢাকা- ১০০০ বাণিজ্যিক কার্যালয়ে সরাসরি যোগাযোগ করা যাবে।