বিআইপিডি’র জাতীয় সেমিনার: স্বাস্থ্য বীমা নিয়ে কথা বলবেন প্রদীপ সানোয়ানে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠেয় বীমা বিষয়ক জাতীয় সেমিনারে বাংলাদেশে স্বাস্থ্য বীমার গুরুত্ব ও চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা করা হবে। এ বিষয়ে গবেষণা প্রবন্ধ পাঠ ও তা নিয়ে আলোচনা করবেন এমিরাটস ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স ব্রোকারেজ এলএলসি (ইআইআইবি)’র ম্যানেজিং ডাইরেক্টর প্রদীপ সানোয়ানে। বাংলাদেশের বীমা খাতের বর্তমান বাজার পরিস্থিতি ও ঝুঁকি নিয়ে ‘প্রেজেন্ট মার্কেট সিনারিও এন্ড চ্যালেঞ্জেস অব বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর’ শীর্ষক এ সেমিনারটির আয়োজন করেছে বিআইপিডি।

প্রদীপ সানোয়ানে ২০০২ সালে সংযুক্ত আরব আমিরাতে যৌথভাবে ইআইআইবি প্রতিষ্ঠা করেন।এর আগে ১৯৯৯ সালে লন্ডনে চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট থেকে তিনি এসিআইআই অর্জন করেন। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে তিনি ২১ বছরই কাটিয়েছেন উপসাগরীয় অঞ্চলে বীমা ব্যবসায়। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত আছেন। স্বনামধন্য ‘ক্যাপিটাল ক্লাব’র প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ সানোয়ানে। বীমা খাতে বিশেষ অবদানের জন্য তিনি আন্তর্জাতিক সম্মাননাও পেয়েছেন।

সেমিনারটির উদ্যোক্তারা জানান, সারা বিশ্বেই স্বাস্থ্য বীমা খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দেশটির স্বাস্থ্য বীমা প্রকল্প। মুলত খুব অল্প খরচে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই স্বাস্থ্য বীমার মূল লক্ষ্য। আর এ কারণেই দেশে স্বাস্থ্য বীমার গুরুত্ব ও চ্যালঞ্জকে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট’র সেমিনারে আলোচনার বিষয় হিসেবে নির্বাচন করা হয়েছে।

কথায় বলে “স্বাস্থ্যই সম্পদ”। কথাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যে ব্যক্তি শারীরিক বা মানসিকভাবে অসুস্থ তার কাছে সবকিছু অর্থহীন মনে হতে পারে। স্বাস্থ্য বীমা বর্তমান বিশ্বের একটি বহুল আলোচিত বিষয়। দুঃখজনক হলেও এ কথা সত্যি যে, চিকিৎসাসেবা ব্যয়বহুল এবং সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যাচ্ছে।

এই দুঃখজনক এবং অপ্রীতিকর পরিস্থিতির জন্য কর্তৃপক্ষের অবহেলা, চিকিৎসক সম্প্রদায়ের ব্যবসায়িক এবং অপেশাদারী মনোবৃত্তি, নীতি শাস্ত্রের প্রতি অবজ্ঞা এবং অশ্রদ্ধা ইত্যাদি কারণ মূলতঃ দায়ী।

“স্বাস্থ্য সবার জন্য” এই স্লোগানের সমর্থনে কর্তৃপক্ষ, চিকিৎসক সম্প্রদায় এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত চেষ্টা এবং সার্বিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজনীয়। অন্যথায় বর্তমান সমস্যার হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। যারা জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছে প্রয়োজনে দেশের প্রচলিত আইন অনুযায়ী কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেবল তাহলেই জনগণের কাছে স্বাস্থ্য বীমার সুফল পৌছানো সম্ভব হতে পারে।