জাকির হুসাইন: সপ্তাহের শেষদিনে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দরে পতন হয়েছে। পতনমুখি বাজারে পুঁজিবাজারের পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বীমা খাতের ৫ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুজারের শীর্ষ দশটি কোম্পানির মধ্যে বীমা খাতের ৫টি কোম্পানি উঠে এসেছে। কোম্পানিগুলো হলো- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
গেইনারের শীর্ষে থাকা বীমা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটটেডের। একই সঙ্গে সার্বিক ভাবে তৃতীয় স্থানে অবস্থান করছে কোম্পানিটি। আজ লেনদেন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার দাম কমেছে ৬.২৫ শতাংশ। গতকাল কোম্পানিরটির সর্বশেষ দর ছিলো ২০.৮ টাকা। অথচ আজ এ কোম্পানিটির সমাপনী দর দাঁড়িয়েছে ১৯.৫ টাকায়। আজ কোম্পানিটির ৩০ হাজার ১৬০টি শেয়ার ৫০ বারের জন্য হাত বদল হয়।
দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার দাম কমেছে ৬.২৮ শতাংশ। গতকাল কোম্পানিরটির সর্বশেষ দর ছিলো ২২.৩ টাকা। অথচ আজ এ কোম্পানিটির সমাপনী দর দাঁড়িয়েছে ২০.৯ টাকায়। আজ কোম্পানিটির ১৫ লাখ ৩৭ হাজার ৬৬২টি শেয়ার ৪০৯ বারের জন্য হাত বদল হয়।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার দাম কমেছে ৪.৬৫ শতাংশ। গতকাল কোম্পানিরটির সর্বশেষ দর ছিলো ২১.৫ টাকা। অথচ আজ এ কোম্পানিটির সমাপনী দর দাঁড়িয়েছে ২০.৫ টাকায়। আজ কোম্পানিটির ৫ লাখ ৭৮ হাজার ৫৪৩টি শেয়ার ১৮৭ বারের জন্য হাত বদল হয়।
সোনার বাংলা ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার দাম কমেছে ৪.৪৯ শতাংশ। গতকাল কোম্পানিরটির সর্বশেষ দর ছিলো ১৭.৮ টাকা। অথচ আজ এ কোম্পানিটির সমাপনী দর দাঁড়িয়েছে ১৭ টাকায়। আজ কোম্পানিটির ১ লাখ ৭৮ হাজার ১৯৪টি শেয়ার ১০০ বারের জন্য হাত বদল হয়।
এবং কর্ণফুলি ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার দাম কমেছে ৩.২৩ শতাংশ। গতকাল কোম্পানিরটির সর্বশেষ দর ছিলো ১৫.৫ টাকা। অথচ আজ এ কোম্পানিটির সমাপনী দর দাঁড়িয়েছে ১৫ টাকায়। আজ কোম্পানিটির ১ লাখ ৯৯ হাজার ৫৬টি শেয়ার ১৫০ বারের জন্য হাত বদল হয়।