দেশের বীমা খাতে বেড়েছে প্রিমিয়াম আয়

দেশের লাইফ ও ননলাইফ উভয় খাতে ২০১৩ সালে প্রিমিয়াম আয় বেড়েছে। বৃস্পতিবার বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২৭তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য প্রকাশ করা হয়। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের  বীমা খাতের প্রায় সব কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও উর্দ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১২ সালে জীবন বীমা খাতে বেসরকারি বীমা কোম্পানিগুলোর উপার্জিত প্রিমিয়াম আয়ের পরিমান ছিল ৬২,৪৮৩ মিলিয়ন টাকা। ২০১৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৬৬,৮৩৪ মিলিয়ন টাকায়। শতকরা হারে এই বৃদ্ধির পরিমান ৬.৯৬। লাইফ ফান্ড ২০১৩ সালে বৃদ্ধি পেয়ে  হয়েছে ২২১,৭৮৯ মিলিয়ন যা ২০১২ সালে ছিল ১৯৪,৫৫১ মিলিয়ন। ২০১২ সালে বেসরকারি জীবন বীমা খাতের বিনিয়োগ ছিল ১৬৬,১৩২ মিলিয়ন টাকা। ২০১৩ সালে বিনিয়োগ হয়েছে ১৯২,৭০৪ মিলিয়ন। বেসরকারি খাতে জীবন বীমা কোম্পানির মোট সম্পদ ২০১২ সালের ২২৪,০৮৪ মিলিয়ন থেকে বেড়ে ২০১৩ সালে  হয়েছে ২৭৮,৪৬৩ মিলিয়ন। সাধারণ বীমা খাতে বেসরকারি বীমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম আয়ের পরিমান ২০১২ সালে ছিল ১৮,৯৯৯ মিলিয়ন টাকা যা বৃদ্ধি পেয়ে ২০১৩ সালে দাঁড়ায় ২০,৯৯৮ মিলিয়ন টাকা। এই আয় বৃদ্ধির পরিমান প্রায় ১০.৫২%। বেসরকারি সাধারণ বীমা কোম্পানির ২০১২ সালের সম্পদের পরিমান ৪৮,৯২৪ মিলিয়ন থেকে ২০১৩ সালে বেড়ে হয়েছে ৫০,৩৭৫ মিলিয়ন। ২০১২ সালে বেসরকারি সাধারণ বীমাখাতের বিনিয়োগ ছিল ২৪,৩৭৯ মিলিয়ন টাকা। ২০১৩ সালে বিনিয়োগ করেছে ২৮,৩৯৩ মিলিয়ন। সভাপতির ভাষণে শেখ কবির হোসেন ২০১৪ সালে দেশের বীমা ব্যবসায়ী ও নির্বাহীদের এ সংগঠনের উল্লেখযোগ্য কর্মকা- তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য-অর্থনৈতিক উন্নয়নে বীমা শিল্পের ভূমিকার উপর সেমিনার, আইসিসি-বাংলাদেশ ও বিজিএমইএ-কে কনফারেন্স/সামিট-এ আর্থিক সহায়তা প্রদান, বিআইএ এর ফ্লোর রেজিষ্ট্রেশন সম্পাদন এবং রাজউক কর্তৃক বরাদ্দকৃত উত্তরা ৩য় পর্ব প্রকল্পের ২০ কাঠা বা ১ বিঘা জমি রেজিষ্ট্রেশন সম্পাদন। তারিখ- ১৮-১২-২০১৪