এজেন্ট লাইসেন্স পেতে ৭২ ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে। বর্তমানে ব্যবসায় নিয়োজিত এজেন্ট এবং ফিনান্সিয়্যাল অ্যাসোসিয়েটদেরকেও এ প্রশিক্ষণ নিতে হবে। আগমী ১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে। রোববার এক প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ।
বীমা আইন ২০১০ এর ১২৪(৪) ধারা ও জাতীয় বীমা নীতি -২০১৪ এর ১.৪.২ অনুচ্ছেদ অনুসারে এ নির্দেশ দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনটিতে।
প্রজ্ঞাপনে বলা হয়, বীমা শিল্পের উন্নয়নে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে বীমা ব্যবসায় নিয়োজিত সকল এজেন্টকে বীমা ব্যবসা আহরণের নিমিত্তে লাইসেন্স সংগ্রহ কিংবা নবায়ন করার পূর্বে কর্তৃপক্ষের স্বীকৃত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বীমা বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। এ প্রশিক্ষণের বিষয়টি নিশ্চত করবেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদেরকেই প্রয়োজনীয় কাগজপত্রসহ এজেন্ট হিসেবে লাইসেন্স দেয়ার অনুরোধ করতে পারবে কোম্পানি।
তারিখ- ১৩ ডিসেম্বর