ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যায় (ঢাবি)’র ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধীনে মাস্টার অব অ্যাকচুয়ারিয়াল সায়েন্স (এমএএস)-এ ভর্তি পরীক্ষা আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।এরইমধ্যে আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। আগামী ১০ নভেম্বর আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন।
বিজ্ঞপ্তি অনুসারে, যেকোন বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রিধারী ভর্তিচ্ছু এই পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন। তবে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া যাদের জিএমএটি স্কোর কমপক্ষে ৫৫০ বা জিআরই স্কোর কমপক্ষে ৩০০ রয়েছে তারা সরাসরি ভাইভা’য় অংশ নিতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ফিনান্স বিভাগে সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত আবেদনপত্র পাওয়া যাবে।আবেদন জমা নেয়ার পরে নির্ধারিত তারিখে সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানুয়ারি, ২০১৭ ‘তে প্রোগ্রাম শুরু হবে। ছুটির দিন সকাল, বিকাল ও সন্ধ্যা এবং অন্যান্য দিনগুলোতে সন্ধ্যায় ক্লাস অনুষ্ঠিত হবে।