প্রবৃদ্ধিও ধারা অব্যাহত রাখতে চাই: মোহাম্মদ সানাউল্লাহ
বেসরকারি ননলাইফ বীমা কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২০১৩ সালে প্রিমিয়াম আয়ে যে প্রবৃদ্ধি হয়েছে সে ধারা অব্যহত রাখতে চান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ। এক্ষেত্রে বীমা খাতের সরকারি নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সহায়তাও চান তিনি। ইন্স্যুরেন্স নিউজ বিডির সঙ্গে আলাপ কালে এসব কথা জানান তিনি।
জনাব সানাউল্লাহ বলেন, ননলাইফ বীমা খাতে অনৈতিক প্রতিযোগিতাই প্রবৃদ্ধিও অন্যতম অন্তরায়। আইডিআরএ গঠনের পরপরই যে পদক্ষেপ নেয়া হয়েছিল তাতে ননলাইফ বীমা খাতে অনেকটাই শৃংখলা ফিরে এসেছিল। বর্তমানে আবারো অনৈতিক প্রতিযোগিতা চলছে এখাতে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২০১৩ সালে ব্যবসার প্রবৃদ্ধি সম্পর্কে মোহাম্মদ সানাউল্লাহ জানান, গত ১৫ বছরের মধ্যে এ বছরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি করেছে ন্যাশনাল ইন্স্যুরেন্স। এ বছরে প্রিমিয়াম আয় হয়েছে আগের বছরের তুলনায় দ্বিগুণ। ২০১৩ সালে কোম্পানি মোট প্রিমিয়াম আয় করেছে প্রায় ২৫ কোটি টাকা (সাময়িক)। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনেতিক মন্দার মধ্যেও কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের ফলেই এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। আর এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুমিকা রাখছে দ্রুত বীমা দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন।
সানাউল্লাহ আরো জানান, শুধু প্রিমিয়াম আয়ই নয়, বিনিয়োগ, মুনাফা সম্পদ সব সূচকেই এ বছরে প্রবৃদ্ধি হয়েছে। এ বছরে দাবি পরিশোধ করা হয়েছে ৫ কোটি টাকা, বিনিয়োগ করা হয়েছে ৫ কোটি টাকা, গত বছরের তুলনায় সম্পদ বেড়েছে প্রায় ৭ কোটি টাকা। গত বছরে সম্পদ ৩৫ কোটি টাকার স্থলে সম্পদের পরিমাণ ২০১৩ সালে দাড়িয়েছে ৪২ কোটি টাকায়।
সম্প্রতি ম্যানেজার সম্মেলনে কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব মোস্তফা কামালের হাতে ক্রেস্ট তৃলে দিচ্ছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ
উল্লেখ্য, মোহাম্মদ সানাউল্লাহ ২০১৩ সালের প্রথম দিকে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। এর আগে তিনি এক্সপ্রেস ইন্স্যুরেন্স অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সানাউল্লাহ বীমা পেশায় আছেন ২৩ বছর ধরে। এ সময়ে তিনি বিভিন্ন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
তারিখ-৩ মে. ২০১৪