ব্যাংক ভল্টের বীমাপত্র তদারকি করবে অর্থ মন্ত্রণালয়

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর সব শাখার ভল্টের বীমাপত্র যাচাই বাছাই করে দেখবে অর্থ মন্ত্রণালয়। এই তদারকির আওতায় থাকবে শাখাগুলোর নিরাপত্তা নীতি ও কর্মপদ্ধতিও। মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের একটি নবগঠিত কমিটি এ কাজ করবে। বগুড়া ও কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের ভল্টে সুড়ঙ্গ খুড়ে ডাকাতির ঘটনার পটভূমিতে সম্প্রতি এ কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জির নেতৃত্বে এ কমিটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর নিরাপত্তা পরিস্থিতি তদারকিতে যেকোনো শাখায় কোনো পূর্বঘোষণা ছাড়াই সফরে যাবে। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম মুনীরুজ্জামান এবং সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা। এ বিষয়ে জারি করা পরিপত্রে বলা হয়েছে, ব্যাংকগুলোর স্ট্রং রুম, ভল্ট ও অন্যান্য দিকের নিরাপত্তা জোরদার করতে প্রযুক্তিগত উন্নয়নের জন্য বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তা চাইবে কমিটি। তারিখ-২৬ এপ্রিল ২০১৪