এমডি সংকটে ভারতের বীমা খাত

ভারতের বীমা খাতে এমডি (প্রধান নির্বাহি) সংকট দেখা দিয়েছে। কমপক্ষে ৬টি সরকারি ও বেসরকারি বীমা কোম্পানি প্রধান নির্বাহি ছাড়াই পরিচালিত হচ্ছে। ব্যবসায়িক মন্থরতার মধ্যেও লাভ বাড়ানোর জন্য মালিক পক্ষের ক্রমবর্ধমান চাপের মুখে কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহিরা বীমা শিল্প ছেড়ে চলে যাওয়ায় এ সংকট সৃষ্টি হযেছে বলে জানিয়েছে প্রভাবশালী দৈনিক ইকোনোমিক টাইমস। ভারতে ২৪টি জীবন বীমা এবং ২৮টি সাধারণ বীমা কোম্পানি ব্যবসা পরিচালনা করছে। জানা গেছে, ব্যাংক অফ বরোদা, অন্ধ্র ব্যাংক এবং যুক্তরাজ্যের আর্থিক ও বিনিয়োগ কোম্পানি লিগ্যাল অ্যান্ড জেনারেলের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এল অ্যান্ড টি জেনারেল ইন্স্যুরেন্স এবং ভারতী এএক্সএ জেনারেল ইন্স্যুরেন্স এর মতো বড় কোম্পানিও চলছে প্রধান নির্বাহি ছাড়া। টাটা এ্আইএ লাইফ ইন্স্যুরেন্সও প্রধান নির্বাহি খুঁজছে মার্চ থেকে। মার্চে কোম্পানিটির প্রধান নির্বাহি মি. সুরেশ মহালিঙ্গম পদত্যাগ করেন।

এদিকে রয়্যাল সুন্দরম অ্যালাইয়্যান্স ইন্স্যুন্সের প্রধান নির্বাহি মি. অজয় বিমভেট অবসরে চলে যাচ্ছেন। কোম্পানিটি এখনও তার উত্তরসূরি নিয়োগ দিতে পারেনি। অন্যদিকে ন্যাশনাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মি. চন্দ্রপ্রসাদ অবসরে চলে গেছেন।

ভারতের বীমাখাতের এ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বহূজাতিক প্রফেশনাল সার্ভিস সংস্থা আর্নেস্ট অ্যান্ড ইয়াঙ এর অংশীদার ও ফিনান্সিয়াল সার্ভিসের জাতীয় প্রধান মি. আবিজার দেওয়ানজি বলেন, আমরা কিছু পরিবর্তন দেখেছি। কয়েকটি চলে যাওয়ার ঘটনাও ঘটছে।

ভারত সরকার ইতোমধ্যে বীমাখাতে বিদেশি বিনিয়োগ সীমা ২৬% থেকে ৪৯% এ উঠিয়ে দিয়েছে। এখন এ খাতে বিনিয়োগকারীরা বর্ধিত রেভিন্যু ও লাভ এবং তাদের বিনিয়োগের উচ্চ মূল্যমান পেতে চাচ্ছে। এর ফলে চাপ সৃষ্টি হচ্ছে প্রধান নির্বাহিদের ওপর।

এ প্রসঙ্গে আবিজার বলেন, কাজের ক্ষেত্রে চাপ বেড়েছে। দীর্ঘকাল ধরে মোটা অংকের বিনিয়োগ করেও কোম্পানির অংশীদাররা আশানুরূপ রিটার্ন পায়নি। যদিও বীমা খাতের এক বিশাল বাজার ভারত। বর্তমানে দেশটির জনসংখ্যার ৩% এরও কম বীমার আওতায় এসেছে। দেশটির জীবন বীমার ৪ ভাগের ৩ ভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা কোম্পানির দখলে। এমন এক বাজারে বেসরকারি বীমা কোম্পানির ব্যবসা করা বেশ কঠিন। এ ছাড়াও বেসরকারি বীমা কোম্পানিগুলো শুধূমাত্র শহর এলাকায় ব্যবসা করায় এর বাজারও সীমিত হয়ে রয়েছে।

তারিখ: ১১ অক্টোবর, ২০১৪