ঈদ সামনে রেখে ঊর্ধ্বমূখী বীমা খাতের শেয়ার

জাকির হুসাইন: ঈদকে সামনে রেখে ঊর্ধ্বমূখী দেশের পুঁজিবাজার। সোমবার লেনদেন শেষে কোম্পানির শেয়ার দর, লেনদেন ও মূল্য সূচক সবই বেড়েছে। পুঁজিবাজারের সামগ্রিক উত্থানে ভূমিকা রেখেছে বীমা খাত। এদিন বীমা খাতের ৬৪ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র বাজার পর্যালোচনা করে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে ৩০টির শেয়ার দর বেড়েছে। যা ৬৩.৮২ শতাংশ। আর শেয়ার দর কমেছে মাত্র ১১টি কোম্পানির। যা ২৩.৪০ শতাংশ। অন্যদিকে ৬টি কোম্পানির শেয়ার দরে কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। যা ১২.৭৬ শতাংশ।

ডিএসই’র সামগ্রিক বাজার বিশ্লেষণ করে দেখা যায়, সোমবার ডিএসই’তে ৩৫২ কোটি ১১ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮৬ কোটি ৩৫ লাখ টাকা বেশি। রোববার ডিএসই’তে ২৬৫ কোটি ৭৫ লাখ টাকা লেনদেন হয়েছে। সোমবার ডিএসই’তে লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ২০৫টির, কমেছে ৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার।

এর আগে গতকাল রোববার বীমা খাতের কোম্পানির শেয়ার দর বৃদ্ধিতে জয়জয়কার ছিল। লেনদেন শেষে গেইনারের শীর্ষ দশে ছিল বীমা খাতে ৬টি কোম্পানি। শীর্ষ দশের শীর্ষে ছিল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এই ঊধ্বমূখী ধারা আজ সোমবারও বজায় রেখেছে।

সোমবার লেনদেশ শেষে দেখা যায়, আজও টপ টেনের শীর্ষে রয়েছে বীমা খাতের কোম্পানি ইসলামিক ইন্স্যুরেন্স। এছাড়া শীর্ষ দশে বীমা খাতের আরো ৩টি কোম্পানি রয়েছে। সেগুলো হলো পাইওনিয়ার ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।

ডিএসই’র ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায়, সোমবার ইসলামিক ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে শীর্ষ দশের শীর্ষে জায়গা করে নিয়েছে। এদিন লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৪.৪০ টাকা। এর আগে রোববার কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩.৩০টাকা।

এছাড়া দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানির মধ্যে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৫.০৪ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৩.২৮ শতাংশ ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩.৩৩ শতাংশ দর বৃদ্ধি পায়।

অন্যদিকে দর হারানোর শীর্ষ দশ কোম্পানির মধ্যেও বীমা খাতের ৫টি কোম্পানি রয়েছে। কোম্পানিগুলো হলো- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স।

সোমবার যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, বিজিআইসি ইন্স্যুরেন্স, বিএনআইসিএল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্চেন্ট ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স,

নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

যেসব কোম্পানির শেয়ার কমেছে- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স।

এছাড়া যেসব কোম্পানির শেয়ারদরে কোন পরিবর্তন হয়নি সেগুলো হলো- ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।