ডেস্ক রিপোর্ট: ক্যালিফোর্নিয়ার অননুমোদিত অভিবাসীরাও এখন থেকে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা কিনতে পারবে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যের গভর্নর জেরি ব্রাউন এই বিষয়ে একটি বিলে স্বাক্ষর করেছেন। মার্কিন অ্যাফর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামাকেয়ার’ র আওতায় রাজ্যটিতে এ ধরণের সুবিধা এটাই প্রথম।
এই আইন পাস হওয়ার ফলে ফেডারেল সরকার থেকে দাবি বা স্বত্বত্যাগের অনুরোধ জানাতে পারবে ক্যালিফোর্নিয়া। যা এই রাজ্যে বসবাসকারি অননুমোদিত অভিবাসীদের রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা বীমা ক্রয়ের অনুমোদন দিতে প্রয়োজন হবে।
বিলটির লেখক সিনেটর রিকার্ডো লারা এক বিবৃতিতে বলেন, আজ আমরা কেন্দ্রিয় সরকারের কাছে আমাদের কিছু অধিবাসী যারা নথির অবস্থার ওপর ভিত্তি করে বৈষম্যের শিকার তাদের স্বাস্থ্য বীমায় প্রবেশের আরেকটি বাধা অপসারণের অনুরোধ জানিয়েছি।
গভর্নরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শুক্রবার নতুন এই বিলে স্বাক্ষর করেন ডেমোক্রেট দলীয় সদ্যস্য ব্রাউন। তবে তাৎক্ষণিকভাবে তার কার্যালয় থেকে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।
লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়, যদি দাবিত্যাগ অনুমোদিত হয়, তাহলে এটা আনুমানিক ৩ লাখ ৯০ হাজারের বেশি অভিবাসীকে রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা পরিকল্প অর্থাৎ ওবামাকেয়ার’র আওতায় স্বাস্থ্যবীমা ক্রয় করার অনুমোদন দেবে।
তবে এই বিলের বিরোধীতা করেছেন মার্কন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যের বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তারা বলেছেন, এটা অকারণে ক্যালিফোর্নিয়ার করদাতাদের খরচ এবং রাজ্যের স্বাস্থ্যসেবা পদ্ধতিতে চাপ সৃষ্টি করবে।
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার জনসংখ্যার প্রায় ৭ শতাংশ বা ২.৬ মিলিয়ন মানুষ উপযুক্ত কাগজপত্রের অভাবে অনথিভুক্ত বা অননুমোদিত অবস্থায় রয়েছে। ২০১২ সালে রাজ্যটিতে বসবাসরত এসব অবৈধ অভিবাসীদের আবাসন ও স্বাস্থ্য সম্পর্কিত সেবায় ৬০০ মিলিয়নেরও বেশি অর্থ ব্যয় হয়েছে।