নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৬ জুন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর আড়াইটায় সভাটি হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ২০১২ সালে শেয়ারহোল্ডারদের ৮ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।