আবদুর রহমান: গাড়ি চালকদের বীমা নিশ্চিত করতে কঠোর শাস্তির ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্তা। বিধি কার্যকর হওয়ার পর পরিবহন নেটওয়ার্ক কোম্পানি ও রাইডশেয়ার প্রতিষ্ঠানগুলো বীমা ছাড়া কোন ড্রাইভারকে গাড়ি চালানোর অনুমতি দিলে প্রতিদিন তাদেরকে ৫০,০০০ ডলার জরিমানা গুতে হবে।
যাত্রীসেবা নিরাপদ করতে পরিবহন নিরাপত্তা আইন পরিবর্তন করে সোমবার প্রস্তাবিত ‘ট্রাফিক সেফটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৬’ ঘোষণা করা হয়। পরিবর্তিত এই বিধি অনুসারে প্রত্যেক গাড়ি চালকের অনুমোদিত বীমা, ক্লাস ফোর ড্রাইভার লাইসেন্স এবং পুলিশ পরিচালিত ক্রিমিনাল রেকর্ড চেক থাকতে হবে বলে জানান পরিবহন মন্ত্রী ব্রায়ান ম্যাসন।
পরিবহন মন্ত্রী বলেন, জরিমানা উদ্দেশ্যমূলকভাবে বেশি করা হয়েছে। প্রতিদিন ঘটনা প্রতি পঞ্চাশ হাজার ডলার অত্যান্ত দ্রুত যোগ করা হতে পারে। তিনি আরো বলেন, আমরা মনে করি যে, এসব জরিমানা খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক জরিমানা ফলপ্রসু না হলে কোম্পানির বিরুদ্ধে প্রদেশ সরকার সতর্কতা বা আদেশ জারি করতেও পারে বলে জানান ম্যাসন।
পরিবহন নিরাপত্তা সংশোধন আইন বা বিল ১৬ শুধুমাত্র উবার’কে পরিচালনা করবে না বরং ইন্স্যুরেন্স কার্ড এবং আন্তসংযোগ কর্মসূচির মাধ্যমে অব্যাহতির বিষয়ে অস্পষ্টতা দূর করবে। এই বিলে আরো প্রস্তাব করা হয়েছে যে, স্ট্রিট রেসিং এর কারণে শারীরিক ক্ষতি বা মৃত্যুর জন্য কেউ দোষী সাব্যস্ত হলে অপরাধ আইনের বিধান অনুসারে পাঁচ বছরের জন্য ড্রাইভিং অযোগ্য হবে।
প্রাদেশিক বীমা সুপারিনটেনডেন্ট প্রত্যাশা করেন, আগামী ১ জুলাইয়ের মধ্যে বেসরকারী পরিবহন ব্যবসায়িদের জন্য প্রস্তুতকৃত একটি বীমা পলিসি অনুমোদন করা হবে। এদিকে আইনের পরিবর্তন সম্পর্কে ‘উবার’ এর সামান্যই বলার ছিল। কোম্পানির মুখপাত্র জাঁ ক্রিস্টফ ডি লে রু এক বিবৃতিতে নতুন বিধান পর্যালোচনা করে দেখার ইঙ্গিত প্রদান করেছেন।
পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবার এর মুখপাত্র ক্রিস্টফ বলেন, আমরা পর্যালোচনা এবং বিস্তারিত প্রবিধানের ওপর মন্তব্য করার অপেক্ষায় আছি। আমরা প্রত্যাশা করছি, আলবার্তা প্রদেশ পরিবেশবান্ধব, নিরাপদ এবং রাইডশেয়ারিং এর অর্থনৈতিক সুবিধার জন্য একটি আধুনিক প্রবিধান প্রণয়ন করবে।
আলবার্তাই হচ্ছে কানাডার প্রথম প্রদেশ যেখানে নতুন এই বিধি কার্যকরের মধ্য দিয়ে উবার এবং অন্যান্য স্মার্টফোন রাইড হেউলিং সার্ভিস নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। কানাডার আরেক প্রদেশ ক্যুবেক গত সপ্তাহে ‘উবার’ এর বিষয়ে কঠোর আইন চালু করেছে। ক্যুবেক বিল উবার’কে ট্যাক্সি পারমিট নিতে বাধ্য করবে।
অন্যদিকে পরিবহন নেটওয়ার্ক কোম্পানি ও রাইডশেয়ার প্রতিষ্ঠানগুলোর গাড়ি চালকদের উপযুক্ত বীমা আবশ্যক করে উপবিধি প্রণয়নের পর গত ১ মার্চ এডমন্ট শহরে উবার তাদের কার্যক্রম স্থগিত করেছে। এর আগে গাড়ি চালকদের ক্লাস ফাইভ লাইসেন্স এবং ব্যক্তিগত গাড়ি বীমা দিয়েই যাত্রী পরিবহন করতো উবার।
এদিকে এডমন্ট সরকার নতুন আইন প্রণয়ন করে চালকদের জন্য বীমা বাধ্যতামূলক করায় প্রদেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। বিক্ষোভ দেখায় পরিবহন নেটওয়ার্ক কোম্পানি ও রাইডশেয়ার প্রতিষ্ঠানগুলোর গাড়ি চালকরা। তারা নতুন এই বিধি সংশোধন করে গাড়ি চালকদের সহায়ক বিধি প্রণয়নের দাবি জানায়। এরই ধারাবাহিকতায় সরকার গণশুনানি শেষে এই বিধি প্রণয়ন করে।