ডেস্ক রিপোর্ট: ২০২৫ সাল নাগাদ বিশ্বব্যাপী বীমা প্রিমিয়ামের ২৫ শতাংশই আসবে উঠতি দেশগুলো প্রধানত এশিয়া থেকে। অর্থাৎ বিশ্বের মোট প্রিমিয়ামের এক চতুর্থাংশেরও বেশি এশিয়ার দখলে থাকবে। জার্মান ভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় পুনর্বীমা কোম্পানি মিউনিখ রি এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।
‘ইকনোমিক রিসার্চ মে ২০১৬’ শীর্ষক ওই প্রতিবেদনে গত ১২ মাসের এশিয়ার বীমা খাতের অগ্রগতি বিশ্লেষণ করে মিউনিখ রি প্রত্যাশা ব্যক্ত করেছে যে, আগামী দু’বছরে বিশ্বব্যাপী এই খাত প্রায় ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। বিগত ২০১৫ সালে বিশ্বব্যাপী বীমা বাজারের শীর্ষস্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও চীন।
মিউনিখ রি’র ওই প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, আগামী ২০১৫ সাল নাগাদ বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বীমা বাজারে পরিণত হবে এশিয়ার দেশ চীন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র তার শীর্ষ স্থান ধরে রাখবে। অন্যদিকে র্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার বীমা বাজার বর্তমান ১১তম অবস্থান থেকে দু’ধাপ পিছিয়ে ১৩তম স্থানে চলে যাবে।
প্রতিবেদনে আরও পূর্বাভাস দেয়া হয়েছে যে, পরবর্তী দুই বছর ধরে সম্পত্তি-ক্ষয়ক্ষতি বীমা প্রিমিয়াম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পাবে। পক্ষান্তরে একই সময়ে জীবন বীমার প্রিমিয়াম সংগ্রহ ৪.৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হয়েছে। আরো উল্লেখ করা হয়েছে, চলতি বছরের অনুমিত ১০ শতাংশেরও বেশি প্রবৃদ্ধির হার বিশ্বব্যাপী বীমার চাহিদা বৃদ্ধি বজায় রাখবে।