ডেস্ক রিপোর্ট: ফিলিপাইনের রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব ফিলিপাইন (এনএলআইসি) বিক্রি করে দিয়েছে দেশটির সরকার। দীর্ঘ দিন ধরে লোকসানে থাকা এই বীমা প্রতিষ্ঠান ১.০৫ বিলিয়ন পেসো অর্থাৎ ২৩ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করা হয়।
যথাযথ প্রচেষ্টার মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকারি মালিকানাধীন এই বীমা কোম্পানি বিক্রির অনুমোদন দিয়েছে ফিলিপাইনের বীমা নিয়ন্ত্রক সংস্থা। ইন্স্যুরেন্স কমিশন জানিয়েছে, সমস্যায় পড়া সরকারি এই বীমা প্রতিষ্ঠান কিনে নিয়েছে ফিলিপাইনের ব্যবসায়ীদের সংঘ।
এক হাজার পাঁচশ’ সাধারণ শেয়ার, প্রিমিয়াম ডিপোজিট ফান্ড, রিটায়ারমেন্ট ফান্ড, অংশীদার ও সম্পর্কযুক্ত দলসমূহের কাছ থেকে নেয়া অগ্রিম অর্থ এবং ভবিষ্যত চাঁদা বা অর্থদানের জন্য সংরক্ষিত আমানতসহ (এফএসএ) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন বিক্রি করা হয়।
বিক্রি হয়ে যাওয়ার পর নতুন এই কোম্পানি করপোরেট নাম হিসেবে ‘ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অব ফিলিপাইন’ ব্যবহার করতে পারবে। এছাড়া বীমা প্রতিষ্ঠানগুলোর ওপর প্রযোজ্য বিধিবদ্ধ নিট সম্পদসহ প্রয়োজনীয় শর্তাদি মেনে চলতে হবে।
পুঞ্জীভূত লোকসানের কারণে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব ফিলিপাইন এর স্বচ্ছলতার সীমারেখা ধীরে ধীরে ক্ষয়ে যাওয়ার পর অর্থাৎ ঋণপরিশোধ ক্ষমতা কমে যাওয়ার পর ২০০৬ সালে প্রতিষ্ঠানটিকে পর্যবেক্ষণের জন্য সংরক্ষণশীল ব্যবস্থার অধীনের রাখে ইন্স্যুরেন্স কমিশন।
এই অবস্থার মধ্য দিয়ে ২০১২ সালের শেষনাগাদ এনএলআইসি’র মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১.৯ বিলিয়ন পেসো। একই সময়ে জীবন বীমা প্রতিষ্ঠানটির মূলধন ঘাটতি বৃদ্ধি পেয়ে ২.১৩ বিলিয়ন পেসোতে পৌঁছায়। সরকারি এই জীবন বীমা প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ৯ হাজার ৩৪৮ জন বলে জানা গেছে।