স্বাস্থ্য বীমার অপব্যবহারে আমিরাতে বছরে খরচ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্য বীমা খাতে প্রতি বছর প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার অর্থ অপচয় হয় অনাবশ্যক চিকিৎসা সেবায়। আমিরাত ইন্স্যুরেন্স এসোসিয়েশন (ইআইএ) সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে।

স্বাস্থ্য বীমার এ অপব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে আনতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সহযোগিতায় কৌশল অনুসন্ধান অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে বীমা কোম্পানিগুলোর সংগঠন ইআইএ। এমিরাটস টুডে এ খবর দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাবলিক হেল্থ পলিসি অ্যান্ড লাইসেন্সিং বিভাগের সহকারি সচিব ডা. আমিন হোসেন আল আমিরি বলেছেন, স্বাস্থ্যসেবা খরচ গত বছর ৮ শতাংশ বেড়ে ৫৩.৮ বিলিয়ন আমিরাতি দিরহাম বা ১৪.৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

আগামী ২০১৯ সাল নাগাদ স্বাস্থ্যসেবা খাতে অপচয় খরচের এই সংখ্যা ৭০.৬ বিলিয়ন আমিরাতি দিরহামে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে। প্রবৃদ্ধির এই হার বছরে (সিএজি) ৭.৯ শতাংশ বলেও জানান ডা. আমিন হোসেন আল আমিরি।

ড. আল আমিরি আরো বলেন, সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য বীমা শিল্প কিছু সংখ্যক চ্যালেঞ্জের মুখোমুখি। এটা অনুমান করা হয় যে, স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের ১০ থেকে ৩০ শতাংশ ব্যয় হয় অনাবশ্যক চিকিৎসা সেবায়।

আমিরাত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরো বলেন, যদি এই অপব্যবহার নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে স্বাস্থ্য বীমা প্রিমিয়াম অনেক মানুষের সামর্থের বাইরে চলে যেতে পারে অর্থাৎ বীমা প্রিমিয়াম মাত্রাতিরিক্ত হয়ে যাবে।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাত বাজারে স্বাস্থ্য বীমার মোট প্রিমিয়াম দাঁড়িয়েছে ১২.৮ বিলিয়ন আমিরাতি দিরহামে। যার পরিমাণ সাধারণ বীমা খাতের মোট প্রিমিয়ামের প্রায় ৪৫ শতাংশ।