ডেস্ক রিপোর্ট: কর্মসংস্থান বীমা চালু করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। প্রস্তাবিত এই পরিকল্পের নাম ‘এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স সিস্টেম’ বা এসআইপি। ব্যয় সঙ্কোচনের কারণে চাকরি হারানো শ্রমিকদের সহায়তা করা এই বীমা পরিকল্পের উদ্দেশ্য।
প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মতে, চাকরি হারানোর পর নতুন কর্মক্ষেত্র অনুসন্ধানের সময় প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সহযোগিতা প্রদানের মাধ্যমে শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনি প্রদান করবে এই বীমা।
এছাড়া চাকরি হারানো বা আয় কমে যাওয়ার কারণে সৃষ্ট অসচ্ছলতা এবং দরিদ্রতা কমানোও এই পরিকল্পের উদ্দেশ্য বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
তিনি আভাস দিয়েছেন, এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স সিস্টেম হবে নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে একটি যৌথ দায়িত্ব। যদিও এই বীমা কর্মসূচির সঠিক বিবরণ এখনও চূড়ান্ত করা হচ্ছে।
শ্রমিকদের অসচ্ছলতা লাঘবে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ বা পুন:প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতার মাত্রা বৃদ্ধি করতে এই বীমা পরিকল্প সহযোগিতা করবে বলেও জানান নাজিব রাজাক।