ডেস্ক রিপোর্ট: রিও অলিম্পিক গেমসে অংশ নিতে যাওয়া খেলোয়ারদের জীবন বীমা সুবিধা দিচ্ছে ভারত। আগামী ৫-২১ আগস্ট ব্রাজিলে অনুষ্ঠেয় এই গেমসে নয়টি ইভেন্টে দেশটির ৭৭ জন ক্রিড়াবিদ অংশ নেবেন। এসব খেলোয়ারের প্রত্যেকে ১০ মিলিয়ন বা এক কোটি রুপির ঝুঁকি কাভারেজ পাবেন। এবারই প্রথম ভারত এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইনডিয়া।
রিও অলিম্পিক গেমসে ভারতীয় দলের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে ইডেলউইস গ্রুপের প্রতিষ্ঠান ইডেলউইস টোকিও লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি খেলোয়ারদের এই মেয়াদী বীমা সুবিধা দিচ্ছে। এছাড়াও পোশাকে সহযোগিতায় থাকছে ক্রীড়া সামগ্রীর কোম্পানী লি নিং এবং পুষ্টি সহযোগি হিসেবে থাকছে হারবা লাইফ। গত ২৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়।
ইডেলইউস ফিনান্সিয়াল সার্ভিসেস’র নির্বাহী পরিচালক রাজন পাঞ্জয়ানি বলেন, রিও অলিম্পিকে যেসব খেলোয়ার ভারতের প্রতিনিধিত্ব করবে তাদেরকে এক কোটি রুপির বীমা সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত। বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে রিও অলিম্পিকের জন্য ভারতীয় দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইন্ডিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) মহাসচিব রাজীব মেহতা বলেন, আগামী অলিম্পিকে খেলোয়ারদের জীবন বীমা সুবিধা সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং তারা এ বিষয়ে ইতিবাচক। আমি আশা করছি ভবিষ্যতে যেসব অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে সেগুলোতেও ইডেলউইস গ্রুপ খেলোয়ারদের জীবন বীমা সুবিধা প্রদান অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ‘রিও ২০১৬’ হিসেবে পরিচিত এবারের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ব্রাজিলে। আগামী ৫ আগস্ট এই গেমসের পর্দা উঠবে এবং শেষ হবে ২১ আগস্ট। ২০০৯ সালে সংযুক্ত করা রাগবি সেভেনস ও গলফসহ ২৮টি অলিম্পিক স্পোর্টস থাকছে আন্তর্জাতিক এই আয়োজনে। এবারের অলিম্পিক গেমসে সর্বমোট ৩০৬টি পদক দেয়া হবে।
রিও অলিম্পিক গেমস ২০১৬ তে ২০৬টি ন্যাশনাল অলিম্পিক কমিটিস থেকে ১০ হাজার ৫শ’র বেশি ক্রিড়াবিদ অংশ নেবেন। কসোভো এবং দক্ষিণ সুদান এবার প্রথমবারের মতো এই অলিম্পিকে অংশ নিচ্ছে। ব্রাজিলের আয়োজক সিটি রিও ডি জেনিরোর ৩৩টি স্থানসহ ৩৮টি ভেন্যুতে এসব খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।