বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম. শেফাক আহমেদ, একচ্যুয়ারি বলেছেন, অনেক লাইফ বীমা কোম্পানি গ্রাহকের স্বার্থ ব্যাহত করছে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের মাধ্যমে। অনেক নন-লাইফ বীমা কোম্পানি কর্তৃপক্ষ হতে নির্ধারিত ১৫% কমিশনের বাইরেও অতিরিক্ত হারে কমিশন দিতে যেয়ে ব্যবসা লুকিয়ে ফেলছে এবং ট্যারিফ লঙ্ঘন করে ব্যবসা করছে। ফলে সাধারণ গ্রাহকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত ‘বাংলাদেশে বীমা খাতের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন। বুধবার কর্তপক্ষের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে আইডিআরএ’র সদস্যবৃন্দ, এফবিসিসিআই’র সদস্যগণ, বীমা কোম্পানি/করপোরেশনের চেয়ারম্যান এবং এফবিসিসিআই’র ইন্স্যুরেন্স এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বিষয়ে স্ট্যান্ডিং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময় শেফাক আহমেদ আরো বলেন, লাইফ ও নন-লাইফ কোম্পানিসমূহের এহেন অনিয়মের পেছেনে বীমা কোম্পানিসমূহের ব্যবস্থাপনা এবং ক্ষেত্র বিশেষে পরিচালনা পর্ষদ জড়িত। সকলে সম্মিলিতভাবে কাজ করলে এসব অনিয়ম একদিনেই মুছে ফেলা সম্ভব। বীমা শিল্প দক্ষ মানসম্পদের প্রয়োজনীয়তা আবশ্যক। কর্তৃপক্ষ বীমা শিল্পের মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষ করে তুলেতে প্রয়োজনীয় নানান পদক্ষেপ গ্রহণ করলেও বীমা শিল্পে নিয়োজিত অনান্য জনবলকে দক্ষ করে গড়ে তুলতে পারছে না।
এর প্রধান অন্তরায় হিসেবে বলা যেতে পারে যে, যুগোপযোগী প্রশিক্ষণ ইন্সটিউট না থাকা। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থাকলেও তাকে আরও আধুনিকীকরণ এবং কর্তৃপক্ষের অন্তর্ভুক্তির মাধ্যমে একটি দক্ষ এবং আধুনিক প্রতিষ্ঠান করা যেতে পারে। এর মাধ্যমে কোর্স ও ডিগ্রি চালুর ফলে বীমা শিল্পে ব্যাংকের মতো দক্ষ জনবল সৃষ্টি হবে এবং বীমা শিল্পের আমূল পরিবর্তন হবে।
তিনি আরো বলেন, অনেক পুরনো লাইফ কোম্পানি ও করপোরেশনের এজেন্ট ছিল ভূয়া। কিন্তু কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় ভূয়া এজেন্ট এর সংখ্যা কমে গিয়েছে। ভালো ছাত্র-ছাত্রীদের বীমা শিল্পে অন্তর্ভুক্তি এবং তাদের মেধাকে মূল্যায়ন করে ভালো বেতন সাপেক্ষে বীমা শিল্পের বিকাশ সম্ভব বলে আশা ব্যক্ত করেন আইডিআরএ চেয়ারম্যান।
বীমা খাতের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জনবল না থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না। ফলে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভবপর হচ্ছে না বলেও জানান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. শেফাক আহমেদ। (সংবাদ বিজ্ঞপ্তি)