নিজস্ব প্রতিবেদক: 'কোটি টাকার অবৈধ সুবিধা নিয়েছেন ন্যাশনাল লাইফের পরিচালকরা শীর্ষক’ সংবাদটিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালকদের পারিতোষিক নেয়া সংক্রান্ত তথ্যে ভাইস চেয়ারম্যান হিসেবে আবদুল মোনেম নাম ছাপা হয়েছে।
প্রকৃত পক্ষে আবদুল মোনেম ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে কোম্পানির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন না। ফলে এ সময়ে তিনি কোনো পারিতোষিক নেননি। এই অনাকাঙ্খিত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দু:খিত।
মূলত ২০১২ সালে কোম্পানির চেয়ারম্যান পদে ছিলেন মাহমুদুল হক তাহের, ২০১৩ ও ২০১৪ সালে চেয়ারম্যান পদে ছিলেন মোরশেদ আলম এমপি। এছাড়াও ২০১২ সালে ভাইস চেয়ারম্যান পদে ছিলেন ইমরুল আলম, ২০১৩ ও ২০১৪ তে এ পদে ছিলেন শহীদুল ইসলাম চৌধুরী। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৩ বছরেরই স্বতন্ত্র পরিচালক হিসেবে ছিলেন হায়দার চৌধুরী ও আলমগীর কবির চেীধুরী।
আইডিআরএ’র নিরীক্ষা প্রতিবেদন অনুসারে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে কোম্পানির চেয়ারম্যানগণ পারিতোষিক হিসেবে নেন ৩৯ লাখ ৯৫ হাজার ৯৬৮ টাকা। এর মধ্যে ২০১২ সালে ১৪ লাখ ৭০ হাজার ৯৬৮ টাকা, ২০১৩ সালে ১৩ লাখ ২৫ হাজার টাকা, ২০১৪ সালে ১২ লাখ টাকা।
এ সময়ে ভাইস চেয়ারম্যান পদে থাকা ব্যক্তিরা মোট পারিতোষিক নেন ১৬ লাখ ৩৫ হাজার ৪৮৪ টাকা। এর মধ্যে ২০১২ সালে ৭ লাখ ৩৫ হাজার ৪৮৪ টাকা, ২০১৩ সালে ৩ লাখ টাকা ও ২০১৪ সালে ৬ লাখ টাকা।
একই সময়ে স্বতন্ত্র পরিচালকরা পারিতোষিক নিয়েছেন ৪ লাখ ৯৫ হাজার টাকা। এর মধ্যে ২০১২ সালে ১ লাখ ৩৫ হাজার টাকা, ২০১৩ সালে ১ লাখ ৮০ হাজার টাকা ও ২০১৪ সালে ১ লাখ ৮০ হাজার টাকা।