অনলাইনে বীমা বিক্রি বেড়েছে দক্ষিণ কোরিয়ায়

ডেস্ক রিপোর্ট: অনলাইনে বীমা পলিসি কেনা কাটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দক্ষিণ কোরিয়ায়। গত বছর দেশটিতে ৭.৫৫৫ বিলিয়ন ওন’র বেশি পলিসি বিক্রি হয়েছে অনলাইনে। এর আগে ২০১২ সালে এই বিক্রির পরিমাণ ছিল ১.৮৭৯ বিলিয়ন ওন।

অর্থাৎ ২০১২ সালে দেশটিতে অনলাইনে বীমা পলিসি বিক্রি হয়েছে হাজারে ৮টি। আর ২০১৫ সালে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রতি শতকে ৬টি। কোরিয়া লাইফ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (কেএলআইএ) সম্প্রতি এসব তথ প্রকাশ করেছে।

সংস্থাটি আরো বলছে, বর্তমানে দেশে অনলাইনে যেসব বীমা পলিসি বিক্রি হচ্ছে সেগুলোর মধ্যে বেশি জনপ্রিয়তা লাভ করেছে মেয়াদী ও ক্যান্সার বীমা পলিসি। বেশিরভাগ গ্রাহক ইন্টারনেটে সবচেয়ে কম প্রিমিয়ামের পলিসি খোঁজ করেন বলেও জানিয়েছে কেএলআইএ।

দক্ষিণ কোরিয়ায় অনলাইনে পলিসি বিক্রি ফলপ্রসু হওয়ার কারণ ব্যাখ্যায় কোরিয়া লাইফ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বলছে, দেশটিতে ব্যাপকভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে এবং খুব বেশি সংখ্যক পরিবার এর সঙ্গে যুক্ত। এদের হার ধীরে ধীরে বাড়বে বলেও প্রত্যাশা করছে সংস্থাটি।

কেএলআইএ আরো বলছে, অনলাইন কেনাকাটায় গ্রাহকরা একটি সুবিধাজনক উপায়ে শত শত পণ্য যাচাই-বাছাই করার সুযোগ পায়। এক্ষেত্রে তারা অনলাইনের বাইরে কেনাকাটার চেয়ে অনেক সস্তায় পণ্য কিনতে পারে। এসব পণ্যের মধ্যে কিছু রয়েছে যা বীমাপরিকল্পকের খরচ বাদে ৫৩ শতাংশ পর্যন্ত সস্তায় পাওয়া যায়।

বীমা বিশেষজ্ঞরা অবশ্য জোর দিয়ে বলছেন, অনলাইন বিক্রয় বৃদ্ধি অগত্যা অফলাইন ব্যবসার পতনের ফলাফল হবে না। তাদের মতে, গ্রাহকরা অনেক বেশি মূল্য সংবেদনশীল এবং তারা অনলাইনে বীমা চুক্তি পছন্দ করেন। আর যারা সম্পূর্ণ সেবা প্যাকেজ প্রত্যাশা করেন তারা বীমা পরিকল্পনাবিদদের প্রতি বিশ্বস্ত থাকেন।