বীমা খাতের ৬০% কোম্পানির শেয়ার দরে পতন, শীর্ষে প্রাইম লাইফ

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর ৬০ শতাংশের শেয়ার দরে পতন হয়েছে। দর পতনের শীর্ষে রয়েছে প্রাইম ইসলামী লাইফ কোম্পানি।

লেনদেন শেষে রোববার ডিএসই ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা গেছে, বীমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে ২৭টি কোম্পানির শেয়ার দরে পতন হয়েছে। যার হার ৬০ শতাংশ। এদিন ১৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। যার হার ৩১ শতাংশ।

একইসঙ্গে রোববার লেনদেনে অংশ নেয়া ৪টি বীমা কোম্পানির শেয়ার দরে কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৭টি কোম্পানির মধ্যে দু’টি বীমা কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ ছিল।

ডিএসই ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা গেছে, শেয়ার দর পতন হওয়া ২৭টি কোম্পানির মধ্যে শীর্ষে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। গত বৃহস্পতিবার কোম্পানিটির সর্বশেষ শেয়ারের লেনদেন হয় ৬০.৫০ টাকা। তবে রোববার ওই কোম্পানির লেনদেন ৬১.৩০ টাকার মধ্যে ওঠানামা করে। তবে সর্বশেষ ৫৭ টাকা দরে শেয়ারের লেনদেন শেষ হয়। এদিন কোম্পানিটির ৬৫ হাজার ৮৮৯টি শেয়ার ১০১ বারের জন্য হাতবদল হয়।

অন্যদিকে দর বৃদ্ধি পাওয়া ১৪টি কোম্পানির শীর্ষে রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ার দর বাড়ে ১.৫০ টাকা। এর আগে বৃহস্পতিবার কোম্পানিটির সর্বশেষ লেনদেনে শেয়ার দর দাঁড়ায় ১৯.৫০ টাকা। রোববার ২১ টাকা পর্যন্ত শেয়ার দর ওঠা নামা করে। তবে সর্বশেষ ২০.৯০ টাকায় গিয়ে শেয়ার দর দাঁড়ায়। এদিন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির ৯১ হাজার ৪৫৭টি শেয়ার ৭৬ বারের জন্য হাতবদল হয়।

রোববার শেয়ার দর পতন হওয়া ২৭টি কোম্পানি হলো- এশিয়া ইন্স্যুরেন্স, বিজিআইসি ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লি., সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স,

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও সান লাইফ ইন্স্যুরেন্স।

একই দিনে শেয়ার দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- অগ্রনী ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিফ লাইফ ইন্স্যুরেন্স, রিল্যায়ান্স ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স ও তাকাফুল ইন্স্যুরেন্স।

অন্যদিকে ফেডারেল ইন্স্যুরেন্স, পূবালী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দরে কোন পরিবর্তন হয়নি। এছাড়া রোববার এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও নর্দার্ন ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন বন্ধ ছিল।