নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বুধবার লেনদেন শেষে সবচেয়ে বেশি দর কমেছে বীমা খাতের কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্সের। দিনশেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮.৮৭ শতাংশ। এ ছাড়া এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে বীমা খাতের আরো একটি কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স রয়েছে। বুধবার কোম্পানিটির ৭.৩৭ শতাংশ দর পতন হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট বিশ্লেষণে দেখা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রয়েছে ৪৬টি। এর মধ্যে বুধবার ২০ কোম্পানির দর পতন হয়। একই দিন দর বেড়েছে ১৮টি কোম্পানির। আর ৮টি কোম্পানির শেয়ার দরে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এর আগে গতকাল মঙ্গলবার ডিএসইতে বীমা খাতের ৩৩ টি কোম্পানির শেয়ার দরে পতন হয়েছিলো। তার থেকে বুধবার কিছুটা উন্নতি হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফিনিক্স ইন্স্যুরেন্সের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির দর কমেছে ৮.৮৭ শতাংশ। মঙ্গলবার ফিনিক্স ইন্স্যুরেন্সের সমাপনী মূল্য ছিল ২১.৪ টাকা। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৯.৫ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দর সীমা ছিল ১৯.৩ টাকা থেকে ২০ টাকা।
উল্লেখ্য, দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নিয়ে এ তালিকা করেছে ডিএসই। এদিকে এক দিনের ব্যবধানে ফের ডিএসইতে ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ২ লাখ টাকা।
গত মঙ্গলবারের তুলনায় লেনদেন বেড়েছে ৯৪.০৭ কোটি টাকা। দিনশেষে সূচক সামান্য বাড়লেও লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। বুধবার লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে দিনশেষে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৭৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার দর।